Offbeat News:দেড় দশক খালি পায়ে দেশভ্রমণ ! মৌনব্রত পালন করা ব্যবসায়ী মেলার ভিড়েও মুচকি হেসেই দিব্যি সামলাচ্ছেন তাঁর দোকান

Last Updated:

Offbeat News: বিগত ১৫ বছর ধরে খালি পায়ে  ভ্রমণ করছেন বিভিন্ন জায়গায়। সপ্তাহে একদিন মৌনব্রত পালন করেন, সেই কারণে মেলাতে দোকান দিলেও মৌনব্রত থাকার কারণে কোনও কথাই বলছেন না তিনি

+
হামীর

হামীর ভাই বাড়াইয়া 

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বাঁকুড়ার এক মেলায় গুজরাত থেকে এক ব্যক্তি এসেছেন বিনামূল্যে বীজ প্রদান করতে। মেলায় একটি স্টল পেয়েছেন তিনি, কিন্তু কাস্টমারের সঙ্গে কথাই বলছেন না। সবাই তো অবাক। পরে জানা যাচ্ছে যে এই ব্যক্তি মৌনব্রত পালন করছেন।গুজরাটের ভাবনগর এর বাসিন্দা হামিরভাই বাড়াইয়া, বিগত ১৫ বছর ধরে খালি পায়ে  ভ্রমণ করছেন বিভিন্ন জায়গায়। সপ্তাহে একদিন মৌনব্রত পালন করেন, সেই কারণে মেলাতে দোকান দিলেও মৌনব্রত থাকার কারণে কোনও কথাই বলছেন না তিনি।
শুধু তাই নয়, যতটা সম্ভব প্রকৃতির কাছে থাকার চেষ্টা করেন হামির ভাই বাড়াইয়া। হরিয়ানার লালুর সঙ্গে এসেছেন বাঁকুড়ার বীজ উৎসবে। দোকানে যখন কেউ আসছেন তখন লালুই কথা বলছেন। হামির ভাই এনেছেন একাধিক সুদৃশ্য লাউ এবং বীজ। এই বীজ বিভিন্ন জায়গায় বিনামূল্যে বিতরণ করে বেড়ান তিনি। বিগত ১৫ বছর ধরে খালি পায়ে প্রচন্ড ঠান্ডা থেকে শুরু করে প্রচন্ড গরম পর্যন্ত ঘুরে বেরিয়েছেন তিনি।
advertisement
সপ্তাহে দু’দিন উপবাস পালন করেন হামির ভাই। একদম জৈব পদ্ধতিতে তৈরি করা খাবার খান তিনি। বাসনপত্র যদি লোহা কিংবা মাটির না হয় তাহলে খাবার খান না হামির ভাই। স্টিলের বাসনে খাবার খান না তিনি। সেই কারণে নিজের সঙ্গে শুকনো খাবার নিয়ে ঘুরে বেড়ান ভারতময়।গোটা ভারতবর্ষ যখন অজৈব খাদ্যাভ্যাসের দিকে ঝুঁকেছে তখন হামিরভাই লড়াই করছেন প্রকৃতিমুখী জীবনধারায় এগিয়ে চলার।
advertisement
advertisement
আরও পড়ুন : বাসি রুটি খেয়ে কমান ব্লাড সুগার! ডায়াবেটিসের ব্রহ্মাস্ত্র! শুধু খেতে হবে দিনের ‘বিশেষ’ সময়ে, ‘এভাবে’! উপকারিতায় বাজিমাত!
মাটির স্পর্শ এবং বৈদিক নিয়ম মেনে আহার গ্রহণ করার সঙ্গে চিত্তশুদ্ধির জন্য মৌনব্রত পালন করে একটি দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছেন হামির ভাই। বাঁকুড়ার বীজ উৎসবে সেই কারণে একটি রঙিন চরিত্র হিসেবে হামির ভাই ফুটে উঠেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat News:দেড় দশক খালি পায়ে দেশভ্রমণ ! মৌনব্রত পালন করা ব্যবসায়ী মেলার ভিড়েও মুচকি হেসেই দিব্যি সামলাচ্ছেন তাঁর দোকান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement