NRC Notice: মমতার অভিযোগই কি সত্যি হচ্ছে? SIR-এর আড়ালে NRC-র ছক? অসম থেকে নদিয়ায় যা এল, গর্জে উঠলেন মহুয়া মৈত্র
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
NRC Notice: এলাকার সঞ্জু শেখ ও আরসাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে চলতি মাসের ৩ তারিখে একটি কাগজ আসে, অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেননি প্রথমে। তারপর?
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: এসআইআর আবহে বাংলায় এল অসম থেকে এনআরসি-র নোটিস! উদ্বেগে নদিয়ার দুই পরিবার। দেশজুড়ে এসআইআরের আবহে অসম থেকে এনআরসি-র নোটিশ আসাকে কেন্দ্র করে শুরু চাঞ্চল্য।
এবারে সুদূর অসম থেকে এনআরসির নোটিস এল নদিয়ায়, আর যা ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙা মাঝের পাড়া এলাকায়। জানা যায়, এলাকার সঞ্জু শেখ ও আরসাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে চলতি মাসের ৩ তারিখে একটি কাগজ আসে।
অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেননি, পরবর্তী সময়ে কাগজটি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের দেখালে তাঁরা জানায় এটি অসম থেকে এনআরসি-র নোটিস।
advertisement
advertisement
NRC notices issued illegally by Assam govt to 2 bonafide citizens & residents of Bengal’s Nadia. Assam BJP govt has no authority, no jurisdiction to do this. BJP pre-election tricks to create panic & fuel fires. @abhishekaitc pic.twitter.com/moZwACvJSN
— Mahua Moitra (@MahuaMoitra) October 9, 2025
advertisement
শুনেই মাথায় আকাশ ভেঙে পরে সঞ্জু ও আরসাদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের। জানা যায়, গত ১৫ বছর আগে এলাকায় বেশ কিছু যুবক অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে এই সঞ্জু ও আরসাদ শেখও কাজে গিয়েছিলেন।
আরও পড়ুন: শুরুতেই ধাক্কা, দলেই বিদ্রোহের মুখে প্রশান্ত কিশোর! অশান্তি আটকাতে অভিনব টোটকা, বিহারে ব্যাপক সাড়া পিকে-র জন সুরজের
কিন্তু সঞ্জু শেখ একমাস ও আরশাদ শেখ ১৫ দিন কাজ করে চলে আসেন। তার দীর্ঘ এত বছর পর কীভাবে এই নোটিস এল তা নিয়ে উদ্বেগে সকলেই। তবে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ওই দুই পরিবারের পাশে থাকবেন বলেই জানা গেছে সূত্র মারফত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 11:22 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NRC Notice: মমতার অভিযোগই কি সত্যি হচ্ছে? SIR-এর আড়ালে NRC-র ছক? অসম থেকে নদিয়ায় যা এল, গর্জে উঠলেন মহুয়া মৈত্র