NRC Notice: মমতার অভিযোগই কি সত্যি হচ্ছে? SIR-এর আড়ালে NRC-র ছক? অসম থেকে নদিয়ায় যা এল, গর্জে উঠলেন মহুয়া মৈত্র

Last Updated:

NRC Notice: এলাকার সঞ্জু শেখ ও আরসাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে চলতি মাসের ৩ তারিখে একটি কাগজ আসে, অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেননি প্রথমে। তারপর?

+
নোটিস

নোটিস হাতে দুই যুবক

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: এসআইআর আবহে বাংলায় এল অসম থেকে এনআরসি-র নোটিস! উদ্বেগে নদিয়ার দুই পরিবার। দেশজুড়ে এসআইআরের আবহে অসম থেকে এনআরসি-র নোটিশ আসাকে কেন্দ্র করে শুরু চাঞ্চল্য।
এবারে সুদূর অসম থেকে এনআরসির নোটিস এল নদিয়ায়, আর যা ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙা মাঝের পাড়া এলাকায়। জানা যায়, এলাকার সঞ্জু শেখ ও আরসাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে চলতি মাসের ৩ তারিখে একটি কাগজ আসে।
অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেননি, পরবর্তী সময়ে কাগজটি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের দেখালে তাঁরা জানায় এটি অসম থেকে এনআরসি-র নোটিস।
advertisement
advertisement
advertisement
শুনেই মাথায় আকাশ ভেঙে পরে সঞ্জু ও আরসাদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের। জানা যায়, গত ১৫ বছর আগে এলাকায় বেশ কিছু যুবক অসমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে এই সঞ্জু ও আরসাদ শেখও কাজে গিয়েছিলেন।
আরও পড়ুন: শুরুতেই ধাক্কা, দলেই বিদ্রোহের মুখে প্রশান্ত কিশোর! অশান্তি আটকাতে অভিনব টোটকা, বিহারে ব্যাপক সাড়া পিকে-র জন সুরজের
কিন্তু সঞ্জু শেখ একমাস ও আরশাদ শেখ ১৫ দিন কাজ করে চলে আসেন। তার দীর্ঘ এত বছর পর কীভাবে এই নোটিস এল তা নিয়ে উদ্বেগে সকলেই। তবে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ওই দুই পরিবারের পাশে থাকবেন বলেই জানা গেছে সূত্র মারফত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NRC Notice: মমতার অভিযোগই কি সত্যি হচ্ছে? SIR-এর আড়ালে NRC-র ছক? অসম থেকে নদিয়ায় যা এল, গর্জে উঠলেন মহুয়া মৈত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement