Prashant Kishor Jan Suraaj Party: শুরুতেই ধাক্কা, দলেই বিদ্রোহের মুখে প্রশান্ত কিশোর! অশান্তি আটকাতে অভিনব টোটকা, বিহারে ব্যাপক সাড়া পিকে-র জন সুরজের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Prashant Kishor Jan Suraaj Party: বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই নিজের দল জন সুরজের ৫১ জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর। আর শুরুতেই ধাক্কা।
কলকাতা: বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই নিজের দল জন সুরজের ৫১ জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর। আর শুরুতেই ধাক্কা। টিকিট না পেয়ে রীতিমতো হাতাহাতি অশান্তি দলীয় কর্মীদের মধ্যে।
বিহারের ভোটে প্রার্থীতালিকা দিয়ে প্রাক্তন ভোটকুশলী পিকে বলেন, ‘আজ যাঁরা টিকিট পাননি তাঁদের একটু রাগ বা হতাশ হওয়া স্বাভাবিক, কিন্তু তাঁরা জানেন যে জন সুরজে অর্থ বা পেশীশক্তির কোনও প্রভাব নেই। আমরা সমাজের কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি, এবং কেবল ২৪৩ জন নয়, বরং হাজার হাজার মানুষ বিহারে জন সুরজ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন, যাঁদের মধ্যে ২৪৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
advertisement
advertisement
#WATCH Patna: On the announcement of the first list for the Bihar elections, Jan Suraaj founder Prashant Kishor says, “It’s natural for those who didn’t get tickets today to feel a little angry or disappointed, but they know that in Jan Suraaj, money or muscle power has no… pic.twitter.com/jFnINswMNC
— ANI (@ANI) October 9, 2025
advertisement
আরও পড়ুন: ‘SIR শুরুর আগেই কেন্দ্রীয় মন্ত্রী বলছেন দেড় কোটি নাম বাদ!’ বিস্মিত মমতার মুখে এবার জন-বিস্ফোরণের ডাক
ভোটমুখী বিহারে প্রথম ৫১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। পিকের এই নতুন দলের ৫১ জন প্রার্থীর তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে দেখা গেল একেবারে আলাদা ছবি– প্রার্থী হয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারেরা।
advertisement
প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর, দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। মোট ২৪৩ আসনের ভোটে ২৪৩ আসনের সবক’টিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। আপাতত ৫১ জনের নাম ঘোষণা করলেন প্রাক্তন ভোটকুশলী। তবে পিকে নিজে ভোটে লড়বেন কি না, তা স্পষ্ট করেনি তাঁর দল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 8:10 PM IST