Mamata Banerjee: 'SIR শুরুর আগেই কেন্দ্রীয় মন্ত্রী বলছেন দেড় কোটি নাম বাদ!' বিস্মিত মমতার মুখে এবার জন-বিস্ফোরণের ডাক

Last Updated:

Mamata Banerjee: 'পার্টি অফিসে বসেই কেন্দ্রীয় মন্ত্রী কী করে বলেন দেড় কোটি নাম বাদ দিতে হবে?', SIR-এর নামে বাংলায় NRC চক্রান্তের অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বুধের পর ফের বৃহস্পতিবার বাংলায় এসআইআর করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর তোপ, ‘SIR-এর কাজ শুরু হওয়ার আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী কী করে বলেন দেড় কোটি ভোটার বাদ দিতে হবে। পার্টি অফিসে বসেই কি তিনি এই কাজ করবেন? জাতীয় নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ বলে মনে করি। দু’মাসের মধ্যে সব কিছু ডিটেলস দেবে, অনেকের তো জলে সব নস্ট হয়ে গেছে।’
সম্প্রতি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বন্যার কথা মনে করিয়ে মমতা বলেন, ‘আমি মনে করি তাড়াহুড়ো করে কোনও নাম বাদ দেওয়া হয়, কোনও অধিকার হরণ করার চেষ্টা করা হয়, অসমে NRC-র নাম করে আপনারা দেখেছেন কত হিন্দু, রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী একটা পার্টি মিটিংয়ে বলে গিয়েছেন বলে আমি শুনেছি যে, অনেক নাম বাদ দেব। এটা SIR নয়, এটা NRC। আমরা তীব্র প্রতিবাদ করছি। একজন মীরজাফর আছে দিল্লিতে, এই মীরজাফররা চিরকাল বেঁচে থাকেন, এই মীরজাফররা যদি কিছু করতে থাকেন মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে।’
advertisement
আরও পড়ুন: ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার মাঝে ওটা কী? সামনে যেতেই ভয়াবহ দৃশ্য, এ তো কিশোরের দেহ! চাঞ্চল্য বরানগরে
সরাসরি বিজেপির নাম করে মমতার হুঁশিয়ারি, ‘বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কাজ শুরু হওয়ার আগেই যদি বলে দেড় কোটি নাম বাদ দেব, ইলেকশন করা ছাড়া এই কেন্দ্র সরকারের কোনও কাজ নেই। তথ্য কারচুপি করা ছাড়া, ভোট ছাড়া এরা কোনও কাজ করে না। আমি চেয়ারকে সন্মান করি। ১৫ দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করবে, এটা হয় নাকি? বাংলাটা বুঝতে হবে।’
advertisement
advertisement
আরও পড়ুন: বন্যা-বৃষ্টিতে বহু স্কুলের বেহাল দশা, পরিকাঠামো উন্নয়নের জন্য কম্পোজিত গ্রান্ট দিল সরকার! কোন স্কুল কত টাকা পাবে?
এসআইআরের নামে এনআরসি করার ছক অভিযোগ তুলে এদিন মমতা বলেন, ‘এই বাংলা শেষ পর্যন্ত লড়াই করে, ছাড়ে না। যদি মনে করেন এজেন্সি দিয়ে অ্যাকশন নেবেন নিতে পারেন। কাউকে আহত করার চেষ্টা করবেন না। রয়াল বেঙ্গল টাইগারকে যদি আহত করার চেষ্টা করেন সে কিন্তু রিয়্যাক্ট করে। গা-এর জোরে মাইথন, পাঞ্চেত থেকে জল ছাড়ছে। সবাই মিলে লড়াই করব। জনজাগরণ, জন বিস্ফোরণের জন্য প্রস্তুত থাকুন।’
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'SIR শুরুর আগেই কেন্দ্রীয় মন্ত্রী বলছেন দেড় কোটি নাম বাদ!' বিস্মিত মমতার মুখে এবার জন-বিস্ফোরণের ডাক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement