Bangla News: ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার মাঝে ওটা কী? সামনে যেতেই ভয়াবহ দৃশ্য, এ তো কিশোরের দেহ! চাঞ্চল্য বরানগরে
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Bangla News: ডাম্পিং গ্রাউন্ড থেকেই উদ্ধার হল বছর ১৭-এর যুবকের দেহ, চাঞ্চল্য বরানগরে। কীভাবে মৃত্যু? চাঞ্চল্য এলাকায়...
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বরানগরে ডাম্পিং গ্রাউন্ড থেকেই উদ্ধার ১৭ বছরের কিশোরের দেহ! মৃত্যু ঘিরেই রহস্য। প্রমোদনগর ডাম্পিং গ্রাউন্ড থেকে এদিন দুপুরে বছর সতেরোর গণেশ সমাদ্দারের দেহ উদ্ধার হয়। জঞ্জালের আবর্জনার মাঝেই দেখা যায় পড়ে রয়েছে কিশোরের নিথর দেহ।
নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে দেহ ময়লা ভিতরে ফেলে লোপাটের চেষ্টা করা হয়েছিল। পরিবারের অভিযোগ অনুযায়ী, গণেশ গত পরশুদিন তাঁর দিদিকে জানিয়ে বাড়ি থেকে বের হয় বন্ধুর জন্মদিনে। সেই দিন থেকে তিনি বাড়ি ফেরেননি। পরবর্তীতে ফোনে যোগাযোগ হয়, তবে গতকাল থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন: দিনরাত এক করে লেগেছিলেন, অভিষেকের চেষ্টায় বাড়ি ফিরছেন ইরাকে আটক বাংলার পরিযায়ীরা
বন্ধুরা জানান, গণেশ কাজের জন্য বাইরে রয়েছে। পরিবারের বক্তব্য অনুযায়ী, দেহে মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশও প্রথম প্রাথমিক তদন্তে দেহে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে দমদম ও বরানগর থানার পুলিশ। মৃতের দিদির সঙ্গে কথা বলে জানা যায়, গত দু’দিন ধরে ভাইয়ের কোনও খোঁজ মিলছিল না। ফোনে যোগাযোগ করা হলেও সে বাড়িতে আসেনি। জানায় কাজে রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বন্যা-বৃষ্টিতে বহু স্কুলের বেহাল দশা, পরিকাঠামো উন্নয়নের জন্য কম্পোজিত গ্রান্ট দিল সরকার! কোন স্কুল কত টাকা পাবে?
এদিন ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে ডাম্পিং রাউন্ডে ছুটে আসেন। কীভাবে এই ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছে না পরিবার। ডাম্পিং রাউন্ডে কাজ চলাকালীন মৃতদেহ চোখে পড়ে কর্মীদের। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ডাম্পিং গ্রাউন্ডকে ব্যবহার করে দেহ লোপাটের পরিকল্পনা করেছিল। বর্তমানে যুবকের মৃত্যু কীভাবে ঘটেছে তা খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে। ঘটনা এলাকায় নেমেছে শোকের ছায়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার মাঝে ওটা কী? সামনে যেতেই ভয়াবহ দৃশ্য, এ তো কিশোরের দেহ! চাঞ্চল্য বরানগরে

