Migrant Labours: দিনরাত এক করে লেগেছিলেন, অভিষেকের চেষ্টায় বাড়ি ফিরছেন ইরাকে আটক বাংলার পরিযায়ীরা
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Migrant Labours: প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরছেন ইরাকে আটকে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা। যার জেরে খুশির জোয়ার বইছে পরিবারে।
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরছেন ইরাকে আটকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। যার জেরে খুশির জোয়ার বইছে পরিবারে। ইতিমধ্যে মফিজুল মণ্ডল নামখানায় ফিরেছেন।
শনিবার বাড়ি ফিরবেন শেখ আমিনুদ্দিন, শেখ মোখলেসুর, সূর্য দেব ও সাধন বিশ্বাস। ধাপে ধাপে বাড়ি ফিরবেন বাকিরা। মোট ১১ জন ইরাকে কাজে গিয়ে আটকে পড়েছিলেন ইরাকে।
এই খবর জানার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়াও তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। ইতিমধ্যে তাঁদের সকলকেই বাড়ি ফেরানোর ব্যবস্থা হয়েছে। ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা হয়েছে। ইতিমধ্যে যার সঙ্গে চুক্তি করে ওই শ্রমিকরা কাজে গিয়েছিল তাকে স্ক্যানারে রাখা হয়েছে। আটকে পড়া পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ১.৫ লক্ষ করে নিয়ে তাদের কাজে নিয়ে যাওয়া হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: একরাতের বৃষ্টিতে তাবাকোশির এ কী রূপ! ধূলিসাৎ বহু হোমস্টে, মালিকদের চোখে জল-বাতিল সব বুকিং
পরিবারের লোকজন এখনও দুশ্চিন্তায় রয়েছেন। এজেন্টের মাধ্যমে একটি কোম্পানির সঙ্গে চুক্তিতে তাঁরা ইরাকের বাগদাদে কাজ করতে গিয়ে আটকে গিয়েছিলেন। অভিযোগ ছিল, তাঁদের ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না। বেতন চাইলে দেওয়া হচ্ছে না উল্টে তাঁদের মারধর করে আটকে রাখা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: বন্যা-বৃষ্টিতে বহু স্কুলের বেহাল দশা, পরিকাঠামো উন্নয়নের জন্য কম্পোজিত গ্রান্ট দিল সরকার! কোন স্কুল কত টাকা পাবে?
ইতিমধ্যে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে পরিবারের সকলেই খুবই খুশি। বাকিরাও দ্রুত ঘরে ফিরুক এটাই চান তাঁরা। এ নিয়ে রেজাবুল মোল্লা নামের এক ব্যক্তি জানিয়েছেন, তাঁর ভাই হামিদুল মোল্ল্যা আটকে আছেন। শুনছি সবাই বাড়ি ফিরবে। এখন ভাইয়ের জন্য তাঁরা অপেক্ষায় আছেন। বাড়ি ফিরলে খুবই ভাল লাগবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 3:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Labours: দিনরাত এক করে লেগেছিলেন, অভিষেকের চেষ্টায় বাড়ি ফিরছেন ইরাকে আটক বাংলার পরিযায়ীরা