Jhargram News: এবার মেডিক্যাল কলেজের ছাত্রীরা আত্মরক্ষায় হবে সক্ষম, শুরু 'তেজস্বিনী' প্রকল্প
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Jhargram News: রাজ্যের মধ্যে এই প্রথম ঝাড়গ্রাম জেলায় মেডিক্যাল কলেজে মেডিক্যাল কলেজের ছাত্রী এবং মহিলাদের আত্মরক্ষার জন্য কোরিয়ান মার্সেলাটের প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হল "তেজস্বিনী" প্রকল্প।
ঝাড়গ্রাম: যেকোন প্রতিকূল পরিস্থিতিতে এবার মেডিক্যাল কলেজের ছাত্রীরা নিজেদের আত্মরক্ষা নিজেই করতে পারবে। মেডিক্যাল কলেজের ছাত্রী ও মেডিক্যালের সাথে জড়িত মহিলাদের আত্মরক্ষার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যেগে শুরু করা হল “তেজস্বিনী” প্রকল্প। এই তেজস্বিনী প্রকল্পের মধ্যে ১ মাস ধরে মেডিক্যাল কলেজের ছাত্রী ও মহিলাদের আত্মরক্ষার জন্য কোরিয়ান মার্শাল আটের প্রশিক্ষণ দেওয়া হবে।
রাজ্যের মধ্যে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার শিবির এই প্রথম বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঝাড়গ্রাম জেলা পুলিশের সুপার অরিজিৎ সিনহার উদ্যেগে ‘তেজস্বিনী’ প্রকল্পের উদ্বোধন করা হয়। ১ মাস ধরে প্রতিসপ্তাহে ২ দিন মেডিক্যাল কলেজের ছাত্রী ও মহিলাদের প্রশিক্ষন দেওয়া হবে।
ঝাড়্গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুস্মিতা ভট্টাচার্য, ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা, হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রকল্পের উদ্বোধনে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বর্তমানে ৬২ জন ছাত্রী প্রথম পর্যায়ে তেজস্বিনী প্রকল্পের মাধ্যমে আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে চলেছে। মেডিক্যাল কলেজের ছাত্রী এবং মেডিক্যাল পরিষেবার সঙ্গে যুক্ত মহিলাদের ২৪ ঘন্টায় মানুষকে পরিষেবা দিতে হয়। সেই জায়গায় এই আত্মরক্ষার প্রশিক্ষণ তাঁদের কাছে অনেক গুরুত্ব রাখবে।
মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মেহের তেহেসিম ভাবনা চৌধুরীরা বলেন,”মেডিক্যাল পরিষেবার সঙ্গে যুক্ত মেডিক্যাল ছাত্রী এবং মহিলাদের দিবারাত্রি ২৪ ঘন্টা মানুষকে পরিষেবা দিতে হয়। সেই জায়গায় আমাদের সুরক্ষাটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আমরা যদি মার্শাল আর্ট শিখে নিজেদের আত্মরক্ষা করতে পারি তাহলে এটা আমাদের সবচেয়ে বড় পাওনা হবে। ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই”।
advertisement
ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন,”রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের প্রকল্প রয়েছে। কিন্তু এই প্রথম মেডিক্যাল কলেজের ছাত্রী এবং মহিলাদের জন্য আত্মরক্ষার জন্য আমরা তেজস্বিনী নামের একটি প্রকল্প চালু করলাম। যার মাধ্যমে কলেজের ছাত্রী এবং মহিলারা নিজেদের আত্মরক্ষা করতে পারবে।”
আরও পড়ুনঃ Sports GK: খো খো খেলায় কতজন প্লেয়ার থাকে? কীভাবে হয় এই খেলা? নতুন প্রজন্মকে জানাতে বিরাট আসর
advertisement
মেডিক্যাল কলেজের ছাত্রী এবং মহিলাদের আত্মরক্ষা করার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে তেজস্বিনী প্রকল্প চালু করায় খুশি মেডিক্যাল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সকলেই। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে তেজস্বিনী প্রকল্প বিভিন্ন থানা এলাকার পাশাপাশি স্কুল ও কলেজ চালু করা হবে।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 10:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: এবার মেডিক্যাল কলেজের ছাত্রীরা আত্মরক্ষায় হবে সক্ষম, শুরু 'তেজস্বিনী' প্রকল্প