বোমার মশলা পাচারের পুরানো মামলায় গ্রেফতার

Last Updated:

উত্তর দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে মাস কয়েক ধরে আত্মগোপন করেছিল জঙ্গল শেখ। সাদ্দাম শেখকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গল শেখের খোঁজ পায় পুলিশ

জঙ্গল শেখ গ্রেফতার
জঙ্গল শেখ গ্রেফতার
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়: অস্ত্র সহ বোমার মশলা পাচারের পুরনো মামলায় গ্রেফতার জঙ্গল সেখ। এই কুখ্যাত দুষ্কৃতিকে রায়গঞ্জ থানার রুদ্রাক্ষণ গ্রাম থেকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে মাস কয়েক ধরে আত্মগোপন করেছিল জঙ্গল শেখ। সাদ্দাম শেখকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গল শেখের খোঁজ পায় পুলিশ। ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে বৃহস্পতিবার সন্ধেতে জঙ্গল শেখকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: তড়কার সঙ্গে জড়িয়ে ২৩০০ বছরের ইতিহাস! পলসন্ডার এই পাঞ্জাবি দোকানেরটা চেখে না দেখলে মিস করবেন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর কাটোয়া পুরসভার কেশিয়া এলাকার একটি সাইকেল সারাইয়ের দোকান থেকে অস্ত্র, গুলি এবং আধকেজি বোমা তৈরির মশলা সহ রমজান শেখ ও রফিক শেখকে কাটোয়ার পুলিশ গ্রেফতার করে। ধৃতদের জেরা করে জানা যায় কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম শেখ ও জঙ্গল সেখ এই অস্ত্র, গুলি সহ বোমার মশলা বীরভূমের বোলপুরে একজনকে সরবরাহ করার জন্য মজুত করেছিল। যদিও অভিযুক্ত জঙ্গল শেখ ও সাদ্দাম সেখ একটি খুনের মামলায় তখন জেল হেফাজতে ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: গণেশ পুজোয় অপারেশন সিঁদুর! সিদ্ধিদাতার টানে জনজোয়ার
২০২৪ সালের মে মাসে জেলমুক্তির পর জঙ্গল শেখ এলাকা ছাড়া হয়। গ্রেফতারি এড়াতে রাজ্যের বিভিন্ন শহরে আত্মগোপন করছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রুদ্রাক্ষণ গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে এই কুখ্যাত দুষ্কৃতিকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোমার মশলা পাচারের পুরানো মামলায় গ্রেফতার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement