নকল ঘি শুধু নয়, পচা মিষ্টি থেকে তৈরি হত বেবিফুড, চকোলেটও!

Last Updated:

ওই কারখানার মালিক কে বা কারা ? নকল ঘি, বেবিফুড, চকোলেট কারা কিনত ? বিস্তারিত জানতে চাইছে পুলিশ।

Saradindu Ghosh
#বর্ধমান: শুধু নকল ঘি নয়, পচা মিষ্টি ও মিষ্টির পচা রস থেকে তৈরি হতো নকল বনস্পতি তেল, বেবি ফুড, চকোলেটও । বর্ধমানের দুবরাজদিঘির নকল ঘি তৈরির কারখানায় রাতভর অভিযান চালিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ওই কারখানার মালিক কে বা কারা ? নকল ঘি, বেবিফুড, চকোলেট কারা কিনত ? বিস্তারিত জানতে চাইছে পুলিশ।
advertisement
মিষ্টির দোকান থেকে জলের দরে কিনে আনা হতো পচা মিষ্টি ও পচা রস। পোকা ধরে যাওয়া সেই মিষ্টি ও মিষ্টির গাদ ঢালা হতো বিশাল  ড্রামে। এরপর তাতে রাসায়নিক মিশিয়ে রেখে দেওয়া হতো আরও দেড় থেকে দুদিন। এরপর তা ফোটানো হতো বিশাল কড়াইয়ে। একদম উপরের পাতলা অংশ তুলে নিয়ে পাম তেল হিসেবে বাজারে পাঠানো হতো। ঘন অংশে এসেন্স মিশিয়ে নামি কোম্পানির লেবেল লাগিয়ে টিনে ভরে খাঁটি ঘি হিসেবে বাজারে বিক্রি হত। ঘি তুলে নেওয়ার পর ড্রামের নীচে অংশের সঙ্গে মেশানো হত কোকো ও ক্য়ারামেলের এসেন্স। বাজারে বিক্রি হত বেবি ফুড, চকোলেট হিসেবে ।
advertisement
advertisement
কীভাবে সকলের চোখের সামনেই চলত এই কারবার,  তা ভেবে উঠতে পারছেন না সচেতন বাসিন্দারা। তাদের প্রশ্ন, এতো বড় অপরাধ প্রশাসনের নজর এড়িয়ে মাসের পর মাস কীভাবে চলছিল? পুলিশ জেনেছে, স্থানীয়দের  গো খাদ্য তৈরি হবে জানিয়ে কারখানা খোলা হয়েছিল দুবরাজদিঘির মালির বাগান মাঠপাড়ায়। গো খাদ্য তৈরির নামে সেখানে চলছিল পচা মিষ্টি থেকে নকল ঘি, ভোজ্য তেল, বেবি ফুড তৈরির বেআইনি কারবার।
advertisement
জেলা পুলিশ জানিয়েছে, ওই কারখানার কোনও অনুমতি ছিল কি না ? থাকলে কী অনুমতি ছিল ? কে দিয়েছিল অনুমতি ? তাও বিস্তারিত খোঁজ নিয়ে দেখা হচ্ছে। জেলা খাদ্য দফতরের কোনও অনুমোদন ছিল কি না ? অনুমতি থাকলে নিয়মিত পরিদর্শন চলতো কি না,  তা নিয়েও খোঁজ চালাচ্ছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নকল ঘি শুধু নয়, পচা মিষ্টি থেকে তৈরি হত বেবিফুড, চকোলেটও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement