Laxmi Puja 2025: দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজো 'এই' এলাকার সবচেয়ে বড় উৎসব! বিরাট বাজেট, থিমের টক্কর, লক্ষ্মীদেবীর আরাধনায় চোখ ধাঁধানো আয়োজন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Laxmi Puja 2025: পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ার উপকণ্ঠে ৩ গ্রামে কোজাগরী লক্ষ্মীপুজোই সবচেয়ে বড় উৎসব। চলে থিমের টেক্কা। দশমীর পরে মন খারাপ নয়। বরং লক্ষ্মীপজোর আনন্দ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে হলদিয়ার চাউলখোলা, কিসমত শিবরাম নগর ও শোভারামপুর গ্রামের মানুষদের।
হলদিয়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: দুর্গাপুজো বাঙালিদের জন্য একটি বড় উৎসব। বাংলার প্রতিটি প্রান্ত থেকে মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে। তবে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ার উপকণ্ঠে এই এলাকায় কোজাগরী লক্ষ্মীপুজোই বড় উৎসব। লক্ষ্মীপুজোই হলদিয়ার ৩ গ্রামের শ্রেষ্ঠ উৎসব। চলে থিমের টেক্কা। দশমীর পরে মন খারাপ নয়। বরং আরও আনন্দ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে হলদিয়ার তিন গ্রামের মানুষকে। বছরের পর বছর ধরে লক্ষ্মীপুজোই যেন শ্রেষ্ঠ উৎসব হয়ে আসছে হলদিয়ার চাউলখোলা, কিসমত শিবরাম নগর ও শোভারামপুর গ্রামের মানুষের কাছে।
সারা বছর লক্ষ্মীপুজোর জন্যই অধীর আগ্রহে বসে থাকে গোটা গ্রাম। পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় সেই বিশ্বকর্মা পুজার সময় থেকেই। এই তিন গ্রামে বড় পুজোর সংখ্যা প্রায় ১৫- ২০টি। ভক্তির পাশাপাশি থিমের জোয়ারে কে কাকে টেক্কা দিতে পারে তারই চলে রেষারেষি। মণ্ডপ সজ্জা থেকে প্রতিমাতে থাকে নতুনত্বের ছোঁয়া। হলদিয়া শিল্পাঞ্চল শহরের পাশেই মূলত এই ৩ গ্রাম কৃষি নির্ভরশীল। তাই এলাকায় শ্রেষ্ঠ উৎসব লক্ষ্মীপুজো হওয়ার পিছনে বিশেষ তাৎপর্য বহন করে। লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে চলে আনন্দ উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে গোটা গ্রামের মানুষ। গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান মণ্ডপে মণ্ডপে।
advertisement
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ করতে গিয়ে মধ্যবিত্তের পকেট গড়ের মাঠ! বাজারে হচ্ছে টা কী? শুনুন ক্রেতা-বিক্রেতাদের মুখেই
৬৯’তম বর্ষে চাউলখোলা অগ্রণী সংঘের পুজোর থিম ‘লক্ষী এলো বাংলার ঘরে’। ধনসম্পদের গোলার আদলে প্রায় ৪০ ফুট উচ্চতার মণ্ডপ তৈরি করা হয়েছে এখানে। যার বাজেট প্রায় ৬ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন করবেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এই ক্লাবের যুগ্ম সম্পাদক অচিন্ত্য মান্না ও হরিপদ কর বলেন, ‘গ্রাম বাংলার মহিলাদের হাতের তৈরি বিভিন্ন কারুকার্যে আমাদের প্রতিমা সাজিয়ে তোলা হচ্ছে। এছাড়াও শিল্প শহরে দূষণ রোধে চারা গাছ বিতরণ করা হবে’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘জয় তারা’! আবির্ভাব তিথিতে গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে আসেন মা তারা, তারাপীঠের জীবিত কুণ্ডের ইতিহাস জানলে গায়ে কাঁটা দেবে
অন্যদিকে কিসমত শিবরাম নগর সমন্বয় ক্লাবের পুজোও এবার ৬৯’তম বর্ষে পদার্পণ করল। তাদের এবারের থিম ‘প্রকৃতি’। যেখানে গাছ, পাখি, ফুল ফলের শোভায় ভরে উঠবে গোটা মণ্ডপ। স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক অনুপ কুমার পাঁজা জানিয়েছেন, ‘হলদিয়ার এই গ্রামগুলিকে দুর্গাপুজো নয় কোজাগরী লক্ষ্মীপুজোই বড় উৎসব। প্রতিবছর সেই উপলক্ষে গ্রাম সেজে ওঠে’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার অন্যতম বিগ বাজেটের পুজোর মধ্যে কিসমত শিবরামনগর ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘের পুজো। তাদের পুজো এবার ৪৯’তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের থিম ‘মোবাইল নয়, বই থাকুক’। এই পুজোর উদ্বোধন করবেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। পুজো কমিটির সম্পাদক ভাস্বৎ সুন্দর বেরা বলেন, ‘পুজোয় খরচ বাঁচিয়ে আমরা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে আর্থিক সাহায্য করবো। এছাড়াও বিভিন্ন মানুষকে সংবর্ধনা দেওয়া হবে’। ৬৯’তম বর্ষে পদার্পণ করল কিসমত শিবরামনগর বিনয়ী সংঘের পুজো। তাদের এবারের থিম ‘আমি সেই মেয়ে’। চলতি বছর এই পুজোর বাজেট ৫ লক্ষ টাকা। গোটা এলাকা জুড়ে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয়েছে। কিন্তু বাধ সেধেছে প্রকৃতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 06, 2025 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmi Puja 2025: দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজো 'এই' এলাকার সবচেয়ে বড় উৎসব! বিরাট বাজেট, থিমের টক্কর, লক্ষ্মীদেবীর আরাধনায় চোখ ধাঁধানো আয়োজন