Laxmi Puja 2025: লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ করতে গিয়ে মধ্যবিত্তের পকেট গড়ের মাঠ! বাজারে হচ্ছে টা কী? শুনুন ক্রেতা-বিক্রেতাদের মুখেই
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Laxmi Puja 2025: বাজারে আকাশছোঁয়া ফলের দাম। লক্ষীপুজোয় লক্ষী লাভ করতে গিয়ে পকেটে টান পড়ছে ক্রেতাদের। পুরুলিয়ার ঝালদা বাজারে লক্ষ্মীপুজোর ফল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা। দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ফল।
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণের অন্যতম অংশ লক্ষ্মীপুজো। তাই দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় ঘরে ঘরে। লক্ষ্মীপুজো উপলক্ষে বিভিন্ন জায়গার বাজার দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে ফলের দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।
পুরুলিয়ার ঝালদা বাজারে লক্ষ্মীপুজোর ফল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা। এ বিষয়ে এক ক্রেতা শ্যামলী দত্ত বলেন, ফলের অতিরিক্ত দাম রয়েছে। যে নারকেল সাধারণ দিনে কুড়ি টাকা পিস বিক্রি হয় তা এখন ডবল দামে বিক্রি হচ্ছে। পুজো বলে তাদেরকে বেশি দাম দিয়েই ফল কিনতে হচ্ছে।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোয় ফল, সবজির আগুন দাম! হাত দিলেই লাগছে ছ্যাঁকা, বাজারে যাওয়ার আগে দেখে নিন কীসের দাম কত হল?
এ বিষয়ে ফল বিক্রেতা মন্তোষ কিশোরী ও সিতারাম কুমার বলেন, লক্ষ্মীপুজোর কারণে ফলের দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি কম থাকার কারণে দাম বাড়ছে। বিশেষ করে নারকেলের দাম অতিরিক্ত রয়েছে। লক্ষ্মীপুজোয় বেশিরভাগ মানুষই নারকেল কিনে থাকেন। তাই ক্রেতারা ফল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফল ছাড়া অসম্পূর্ণ লক্ষ্মীপুজো। তাই দাম বেশি দিয়ে হলেও ফল কিনতে হচ্ছে ক্রেতাদের। নারকেল ৪০ টাকা থেকে ৬০ টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। পুজোর কলা বিক্রি হচ্ছে ৫০ টাকা ডজন, ১০০ টাকা কেজি আপেল, ৩৫০-৪০০ কেজিতে বিক্রি হচ্ছে কমলা লেবু, বেদানা বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। এই অতিরিক্ত দামের ফলেই মাথায় হাত পড়েছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 06, 2025 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmi Puja 2025: লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ করতে গিয়ে মধ্যবিত্তের পকেট গড়ের মাঠ! বাজারে হচ্ছে টা কী? শুনুন ক্রেতা-বিক্রেতাদের মুখেই