বসিরহাটে ভাগ্নের কীর্তি! মাছ ধরার ছিপ নিয়ে ঝামেলা, সুযোগ পেতেই শেষ করে দিল মামাকে

Last Updated:

মাছ ধরার ছিপ নিয়ে গণ্ডগোল, আর সেই গণ্ডগোলের ঘটনা যে এত বড় রূপ নেবে তা কল্পনাতীত। কেননা সামান্য এই গণ্ডগোল থেকেই ভাগ্নের হাতে খুন হতে হল মামাকে।

বসিরহাটে ভাগ্নের কাণ্ড
বসিরহাটে ভাগ্নের কাণ্ড
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: মাছ ধরার ছিপ নিয়ে গণ্ডগোল, আর সেই গণ্ডগোলের ঘটনা যে এত বড় রূপ নেবে তা কল্পনাতীত। কেননা সামান্য এই গণ্ডগোল থেকেই ভাগ্নের হাতে খুন হতে হল মামাকে।
মাছ ধরার ছিপকে নিয়ে গণ্ডগোলের জেরে ভাগ্নের হাতে মামার খুন হওয়ার এমন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার অন্তর্গত তেঘরিয়া এলাকায়। যে ঘটনায় ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ভাগ্নেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি অভিযুক্তের বাবা ছেলের কঠোর শাস্তি দাবিও করেছেন।
advertisement
advertisement
জানা যাচ্ছে, গতকাল, রবিবার রাতে উত্তর ২৪ পরগনার তেঘরিয়া এলাকায় রাস্তা দিয়ে তুফান মন্ডল (২৮) বাড়ি ফিরছিলেন, সেই সময় তুফান মন্ডলকে তার ভাগ্নে জিৎ মন্ডল রাতের অন্ধকারে পিছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত করে এবং রাস্তার উপরেই লুটিয়ে পড়ে তুফান মন্ডল। এরপর জিৎ মন্ডল ইট দিয়ে মাথায় পর পর আঘাত করে এবং তুফান মন্ডল নিথর হয়ে গেলে ঘটনাস্থল থেকে জিৎ মন্ডল পালিয়ে যায়। এলাকার পথ চলতি মানুষ তুফান মন্ডলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে প্রথমে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।
advertisement
ঘটনার সূত্রপাত সম্পর্কে অভিযুক্ত জিৎ মন্ডলের বাবা রাজু মন্ডল জানিয়েছেন, “সকালবেলায় মাছ ধরার ছিপ নিয়ে দু’জনের মধ্যে গণ্ডগোল হয়েছিল। তারপর তাদের গণ্ডগোল মিটিয়ে দু’জনকে চায়ের দোকানে চা খাইয়ে আমি ভ্যান চালাতে চলে যাই। পরে বাড়ি ফিরে এসে এমন ঘটনা জানতে পারি।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বসিরহাটে ভাগ্নের কীর্তি! মাছ ধরার ছিপ নিয়ে ঝামেলা, সুযোগ পেতেই শেষ করে দিল মামাকে
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement