Woman Dhaki: মহিলা ঢাকিদের বাজার রমরমা! জেলায় জেলায় পড়ছে ডাক, বুকিং করতে চাইলে এক্ষুনি ছুটে যান 'এই' গ্রামে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
সংসারের দায়িত্ব সামলে এখন দিনরাত শুধু ঢাক বাজাতে ব্যস্ত আছেন বাড়ির গৃহবধূরা। চলছে ঢাকের চূড়ান্ত প্রস্তুতি। পঞ্চমী হতেই রওনা দেবেন বিভিন্ন শহরে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সামনেই দুর্গাপুজো। আর মুর্শিদাবাদ জেলার একমাত্র এই গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে শুধু ঢাকের আওয়াজ। সংসারের দায়িত্ব সামলে এখন দিনরাত শুধু ঢাক বাজাতে ব্যস্ত আছেন বাড়ির গৃহবধূরা। চলছে ঢাকের চূড়ান্ত প্রস্তুতি। পঞ্চমী হতেই রওনা দেবেন বিভিন্ন শহরে। ডাক এসেছে কলকাতা, আসানসোল, ব্যারাকপুর সহ বিভিন্ন শহরে।
মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের রাইহাট গ্রাম অন্য গ্রামের থেকে আলাদা। এই গ্রামটি এখন পরিচিত ‘মহিলা ঢাকিদের গ্রাম’ নামে। রাইহাট সরস্বতী মাতা উন্নয়ন ঢাক সমিতির সদস্যরা ঢাক বাজানোয় নিজেদের প্রতিভা দিয়ে ইতিমধ্যেই জেলাজুড়ে নাম কুড়িয়েছেন। মূল উদ্যোক্তা নিমাই দাস নিজে অক্লান্ত পরিশ্রম করে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন এই অভিনব গোষ্ঠী। আজ দুর্গোৎসবের ক’দিন আগে দিন-রাত সমান তালে চলছে প্রশিক্ষণ।
advertisement
advertisement
মুর্শিদাবাদের ওই গ্রামের মহিলাদের কথায়, ঢাক বাজানো একসময় শুধু পুরুষদের ক্ষেত্র বলে ধরা হত। কিন্তু নিমাই দাসের হাত ধরে সেই বাঁধা ভেঙে আজকের দিনে তাঁরা সমান দক্ষতার সঙ্গে ঢাক বাজিয়ে উৎসব মাতাচ্ছেন। ফলে শুধু সংসারের কাজ নয়। সংসার সামলে ঢাক বাজাতে তৈরি তারাও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমিতির ঢাকিদের দাবি, এবছর দুর্গাপূজার মণ্ডপে তাঁদের ডাক পড়েছে একাধিক জায়গায়। গ্রামের মানুষজনও মহিলাদের কর্মকাণ্ডের এই সাফল্যে গর্বিত। তার কারণ মহিলা ঢাকিদের সৌজন্যেই এখন গ্রামের নাম সবাই জানতে পারছেন। রাইহাটের মহিলা ঢাকিদের আত্মবিশ্বাসী সুরেই শোনা গেল, “আমরা ঢাক বাজিয়ে প্রমাণ করতে চাই, নারী-পুরুষ সমানভাবে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 8:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Woman Dhaki: মহিলা ঢাকিদের বাজার রমরমা! জেলায় জেলায় পড়ছে ডাক, বুকিং করতে চাইলে এক্ষুনি ছুটে যান 'এই' গ্রামে