বীরভূমের নলহাটির অবৈধ পাথর খাদানে ধস কাণ্ডে নয়া মোড়! অভিযুক্ত জালে আসতেই বড় হুঁশিয়ারি পুলিশ সুপারের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
নলহাটির অবৈধ খাদানে ধস নেমে ছয় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! কার মদতে চলছিল এই বেআইনি খনির রাজত্ব? তদন্তে নেমে কঠোর বার্তা দিলেন পুলিশ সুপার আমনদ্বীপ
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: প্রাণঘাতী দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শোরগোল বীরভূমের পাথর শিল্পাঞ্চলে। শুক্রবার নলহাটির বাহাদুরপুরের একটি অবৈধ খাদানে ধস নেমে মৃত্যু হয় ছ’জন শ্রমিকের। ঘটনায় উত্তাল শ্রমিক পরিবার ও স্থানীয়রা। অভিযোগ, খনিগুলিতে নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা পর্যন্ত নেই। প্রশাসনের দাবি, অবৈধ খাদান রুখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
ইতিমধ্যেই এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জীব ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার আমনদ্বীপ জানান, অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, এই ঘটনায় কার মদতে অবৈধ খাদান চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “জেলায় ঠিক কতগুলি অবৈধ খাদান চলছে তা চিহ্নিত করতে সার্ভে শুরু হয়েছে। সিভিল প্রশাসন, ল্যান্ড ডিপার্টমেন্ট ও পুলিশ যৌথভাবে কাজ করছে। যেখানেই অবৈধ খাদান ধরা পড়বে, কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
advertisement
আরও পড়ুন: মহিলা ঢাকিদের বাজার রমরমা! জেলায় জেলায় পড়ছে ডাক, বুকিং করতে চাইলে এক্ষুনি ছুটে যান ‘এই’ গ্রামে
advertisement
ধসের কারণ নিয়ে উঠছিল বিস্ফোরণের অভিযোগ। তবে তা উড়িয়ে দিয়ে বীরভূম জেলা পুলিশ সুপার স্পষ্ট জানান, নিরাপত্তা ব্যবস্থা না থাকাই দুর্ঘটনার মূল কারণ। তাঁর কথায়, “দুর্ভাগ্যজনকভাবে সুরক্ষা ও সেফটি মেনে চলা হয়নি। তাই প্রাণহানি ঘটেছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সূত্রের খবর, বীরভূমে প্রায় ২০০টি খাদান থাকলেও বৈধ মাত্র ৬টি। বাকিগুলির সবকটি অবৈধভাবে চলছে বলে অভিযোগ। পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, সামনে আরও জোরদার অভিযান চালিয়ে বেআইনি খাদান সম্পূর্ণরূপে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সুপারের এমন আশ্বাসে এখন অনেকেই আশার আলো দেখছেন। আশা করছেন নলহাটির ঘটনায় যেমন কড়া পদক্ষেপ নেওয়া হবে, ঠিক সেই রকমই আগামীদিনে হয়ত এই ধরনের ঘটনা ঠেকানো যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 9:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমের নলহাটির অবৈধ পাথর খাদানে ধস কাণ্ডে নয়া মোড়! অভিযুক্ত জালে আসতেই বড় হুঁশিয়ারি পুলিশ সুপারের