North 24 Parganas News: অশোকনগরের রাস্তায় যুবতীর শ্লীলতাহানির অভিযোগ! বাধা দিলে হবু স্বামীকে মারধর, তদন্তে পুলিশ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North 24 Parganas News: অভিযোগ, কয়েকজন মদ্যপ ব্যক্তি যুবতীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও কটুক্তি শুরু করেন। প্রতিবাদ করলে যুবতীর গায়ে হাত দেওয়ার পাশাপাশি তাঁর জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
অশোকনগর, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ শীতের রাতে অশোকনগরে চাঞ্চল্যকর ঘটনা। রাস্তার মধ্যে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ। বাধা দিতে গিয়ে মারধরের জেরে গুরুতর জখম হন হবু স্বামী। অশোকনগর থানা এলাকার বনবনীয়া শ্মশানের কাছে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যাচ্ছে, রাত প্রায় ১০টা নাগাদ এক যুবতী তাঁর হবু স্বামীর সঙ্গে গাড়ি করে যাচ্ছিলেন। ওই এলাকায় রাস্তার বৈদ্যুতিক কাজ চলায় কিছুক্ষণের জন্য তাঁদের গাড়ি থামানো হয়। অভিযোগ, সেই সময় স্থানীয় কয়েকজন মদ্যপ ব্যক্তি যুবতীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও কটুক্তি শুরু করেন।
আরও পড়ুনঃ ছাগলের টোপেই বাজিমাত বনকর্মীদের! জলপাইগুড়ির চা বাগানে খাঁচাবন্দি আস্ত লেপার্ড, স্বস্তি ফিরল এলাকায়
এর প্রতিবাদ করতেই মদ্যপ ব্যক্তি সহ তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন যুবতীর গায়ে হাত দেন ও জামাকাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। জানা যাচ্ছে, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত। পরিস্থিতি সামাল দিতে যুবতীর হবু স্বামী এগিয়ে এলে তাঁর উপর আচমকা হামলা চালানো হয়। অভিযোগ, লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করার পাশাপাশি তাঁকে মারধরও করা হয়েছে।
advertisement
advertisement
এই হামলায় যুবতীর হবু স্বামীর চোখের নিচে, মাথায়, বুকে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনার পর অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবতী। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 05, 2026 11:51 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: অশোকনগরের রাস্তায় যুবতীর শ্লীলতাহানির অভিযোগ! বাধা দিলে হবু স্বামীকে মারধর, তদন্তে পুলিশ








