Jalpaiguri News: ছাগলের টোপেই বাজিমাত বনকর্মীদের! জলপাইগুড়ির চা বাগানে খাঁচাবন্দি আস্ত লেপার্ড, স্বস্তি ফিরল এলাকায়
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jalpaiguri News: এদিন, সোমবার সকালবেলায় চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলে চা বাগানের ১৭ নম্বর সেকশনে লেপার্ডের গর্জন শুনতে পান।
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরী: ছাগলের টোপ দিয়ে বন দফতরের বসানো খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি লেপার্ড। এদিন, সোমবার সকালবেলায় চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলে চা বাগানের ১৭ নম্বর সেকশনে লেপার্ডের গর্জন শুনতে পান। সামনে গিয়ে দেখতে পান একটি বিশালাকার লেপার্ড ধরা পড়েছে খাঁচায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগান এলাকায়।
স্থানীয় বাসিন্দারা সকালে খাঁচার ভিতর থেকে লেপার্ডের গর্জন শুনে কাছে গিয়ে বুঝতে পারেন, বন দফতরের বসানো খাঁচার মধ্যেই বন্দি রয়েছে একটি পূর্ণবয়স্ক লেপার্ডটি। ঘটনা দেখতে পেয়ে চা বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়, পাশাপাশি খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ ডিভিশনের বনকর্মীদের। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যান।
advertisement
আরও পড়ুন: দিঘায় শীত জমে ক্ষীর! কনকনে ঠান্ডায় মিলছে গরমাগরম রকমারি পিঠেপুলি, স্বাদ নিতে যেতে হবে এই উৎসবে
advertisement
উল্লেখ্য, জলপাইগুড়ির কলাবাড়ি এলাকায় এর আগেও একাধিকবার লেপার্ডের হামলায় শিশু মৃত্যু-সহ আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সেই কারণে বন দফতরের পক্ষ থেকে সুন্দরবনের আদলে উত্তরবঙ্গের কলাবাড়ি এলাকায় কিছু শ্রমিক মহল্লা জাল দিয়ে ঘিরে ফেলা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি লেপার্ড ধরতে চা বাগান এলাকায় একাধিক খাঁচা পাতা হয়। এ দিন সকাল সাতটা নাগাদ সেই খাঁচাতেই ধরা পড়ে লেপার্ডটি। লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা শ্রমিক মহল্লার বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 05, 2026 11:12 AM IST









