North 24 Parganas News: ইলেকট্রিক ট্রান্সফর্মারের ওপরেই ভ্যাট ও অস্থায়ী শৌচালয়! পানিহাটিতে বিপজ্জনক চিত্র
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
North 24 Parganas News: পানিহাটি পৌরসভার ১৫ ও ১৯ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সোদপুর-ব্যারাকপুর সংযোগকারী রাস্তায় দীর্ঘদিন ধরেই জোড়া বিদ্যুৎ ট্রান্সফর্মারের পাশে বসান হয়েছে একটি অস্থায়ী পৌরসভা পরিচালিত ভ্যাট।
উত্তর ২৪ পরগনার: পানিহাটি পৌরসভার ১৫ ও ১৯ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সোদপুর-ব্যারাকপুর সংযোগকারী রাস্তায় দীর্ঘদিন ধরেই জোড়া বিদ্যুৎ ট্রান্সফর্মারের পাশে বসান হয়েছে একটি অস্থায়ী পৌরসভা পরিচালিত ভ্যাট। সেই ভ্যাটের পাশেই গড়ে উঠেছে একটি অস্থায়ী শৌচালয়, যার ফলে গোটা এলাকা এখন স্বাস্থ্য এবং নিরাপত্তা উভয়ের দিক থেকে ঝুঁকির মুখে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, ভ্যাটে জমে থাকা আবর্জনার কারণে একদিকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে রাস্তার অধিকাংশ অংশও আবর্জনায় ভরে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক বিষয়, ভ্যাটের আবর্জনা বিদ্যুৎ ট্রান্সফর্মারের চারপাশেও ছড়িয়ে পড়েছে, যা যে কোনও মুহূর্তে একটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
advertisement
advertisement
এছাড়াও, ভ্যাটের পাশেই অস্থায়ীভাবে অলিখিত শৌচালয় ব্যবহৃত হচ্ছে, যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন। স্থানীয়রা জানাচ্ছেন, একাধিকবার পৌর প্রতিনিধিদের কাছে অভিযোগ ও পৌরসভাকে চিঠি দিয়ে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।
advertisement
স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, নিয়মিতভাবে ভ্যাট থেকে আবর্জনা সরিয়ে নেওয়া হলেও ব্লিচিং পাউডার বা কীটনাশক ছড়ানো হয় না, ফলে এলাকায় দুর্গন্ধ ও রোগ জীবাণুর প্রকোপ বেড়েই চলেছে। এই নিয়ে স্থানীয় পৌর প্রতিনিধি অর্পিতা চক্রবর্তী জানান ,বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে ময়লা তুলতে। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য পৌর প্রধান ও উপ পৌর প্রধানের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 11:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ইলেকট্রিক ট্রান্সফর্মারের ওপরেই ভ্যাট ও অস্থায়ী শৌচালয়! পানিহাটিতে বিপজ্জনক চিত্র