Rajdhani Express-এ চলছিল বিরাট খেলা... RPF ফলের 'পার্সেল' খুলতেই মুহূর্তে যা ঘটল, ঘাম ছুটল রেলকর্মীর!

Last Updated:
Indian Railways: ভারতীয় রেল এক বিরাট পরিষেবা। সারা দেশ জুড়ে সকাল থেকে রাত ছুটে চলেছে হাজার হাজার ট্রেন। আর সেই ট্রেনে চড়েই এক জায়গা থেকে অন্যত্র নিজ নিজ গন্তব্যে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষ। আর সেই কারণেই সবচেয়ে জনপ্রিয় এই গণমাধ্যমই সবচেয়ে ব্যস্ততমও বটে।
1/18
ভারতীয় রেল এক বিরাট পরিষেবা। সারা দেশ জুড়ে সকাল থেকে রাত ছুটে চলেছে হাজার হাজার ট্রেন। আর সেই ট্রেনে চড়েই এক জায়গা থেকে অন্যত্র নিজ নিজ গন্তব্যে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষ। আর সেই কারণেই সবচেয়ে জনপ্রিয় এই গণমাধ্যমই সবচেয়ে ব্যস্ততমও বটে।
ভারতীয় রেল এক বিরাট পরিষেবা। সারা দেশ জুড়ে সকাল থেকে রাত ছুটে চলেছে হাজার হাজার ট্রেন। আর সেই ট্রেনে চড়েই এক জায়গা থেকে অন্যত্র নিজ নিজ গন্তব্যে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষ। আর সেই কারণেই সবচেয়ে জনপ্রিয় এই গণমাধ্যমই সবচেয়ে ব্যস্ততমও বটে।
advertisement
2/18
রেল যাত্রীদের সুরক্ষা স্বাচ্ছন্দ নিশ্চিত করতে ভারতীয় রেলের তরফে রয়েছে একাধিক নিয়ম। ট্রেনের বৈধ টিকিট ছাড়া যেমন ট্রেনে ওঠার উপর রয়েছে কড়া আইন, ঠিক তেমনই আবার রেল পথে নিষিদ্ধ কারবার বন্ধ করতেও কঠোর নজরদারি চালিয়ে যান রেল পুলিশ থেকে ভারতীয় রেলের কর্তারা।
রেল যাত্রীদের সুরক্ষা স্বাচ্ছন্দ নিশ্চিত করতে ভারতীয় রেলের তরফে রয়েছে একাধিক নিয়ম। ট্রেনের বৈধ টিকিট ছাড়া যেমন ট্রেনে ওঠার উপর রয়েছে কড়া আইন, ঠিক তেমনই আবার রেল পথে নিষিদ্ধ কারবার বন্ধ করতেও কঠোর নজরদারি চালিয়ে যান রেল পুলিশ থেকে ভারতীয় রেলের কর্তারা।
advertisement
3/18
আরপিএফ, জিআরপি থেকে শুরু করে টিকিট পরীক্ষক সকলেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়ে থাকেন। প্রতিদিনই রেল পথে অবৈধ কাজ কারবার করতে গিয়ে আরপিএফ ও জিআরপিদের হাতে ধরা পরে একাধিক অসাধু ব্যক্তি।
আরপিএফ, জিআরপি থেকে শুরু করে টিকিট পরীক্ষক সকলেই এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়ে থাকেন। প্রতিদিনই রেল পথে অবৈধ কাজ কারবার করতে গিয়ে আরপিএফ ও জিআরপিদের হাতে ধরা পরে একাধিক অসাধু ব্যক্তি।
advertisement
4/18
আবার লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন, সব ট্রেনেই চলতে থাকে এমন অনেক বেআইনি কাজ কারবার যা প্রায়ই চোখ এড়িয়ে যায় পুলিশ ও রেল কর্তাদের। আসলে ট্রেন স্টেশন থেকে ট্রেনের কামরা সর্বত্র এতটাই ভিড় থাকে যে সহজেই চোখে ধুলো দিয়ে অসাধু কাজ চালিয়ে যেতে পারে এই দুর্বৃত্তরা।
আবার লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন, সব ট্রেনেই চলতে থাকে এমন অনেক বেআইনি কাজ কারবার যা প্রায়ই চোখ এড়িয়ে যায় পুলিশ ও রেল কর্তাদের। আসলে ট্রেন স্টেশন থেকে ট্রেনের কামরা সর্বত্র এতটাই ভিড় থাকে যে সহজেই চোখে ধুলো দিয়ে অসাধু কাজ চালিয়ে যেতে পারে এই দুর্বৃত্তরা।
advertisement
5/18
আবার লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন, সব ট্রেনেই চলতে থাকে এমন অনেক বেআইনি কাজ কারবার যা প্রায়ই চোখ এড়িয়ে যায় পুলিশ ও রেল কর্তাদের। আসলে ট্রেন স্টেশন থেকে ট্রেনের কামরা সর্বত্র এতটাই ভিড় থাকে যে সহজেই চোখে ধুলো দিয়ে অসাধু কাজ চালিয়ে যেতে পারে এই দুর্বৃত্তরা।
আবার লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন, সব ট্রেনেই চলতে থাকে এমন অনেক বেআইনি কাজ কারবার যা প্রায়ই চোখ এড়িয়ে যায় পুলিশ ও রেল কর্তাদের। আসলে ট্রেন স্টেশন থেকে ট্রেনের কামরা সর্বত্র এতটাই ভিড় থাকে যে সহজেই চোখে ধুলো দিয়ে অসাধু কাজ চালিয়ে যেতে পারে এই দুর্বৃত্তরা।
advertisement
6/18
দেশের ট্রেনগুলির মধ্যে বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস ট্রেনগুলি অন্যতম প্রথম সারির ট্রেন। এই ট্রেনের টিকিটের দাম যেমন চড়া, তেমনই আবার ট্রেনগুলির টিকিটের চাহিদাও আকাশছোঁয়া।
দেশের ট্রেনগুলির মধ্যে বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস ট্রেনগুলি অন্যতম প্রথম সারির ট্রেন। এই ট্রেনের টিকিটের দাম যেমন চড়া, তেমনই আবার ট্রেনগুলির টিকিটের চাহিদাও আকাশছোঁয়া।
advertisement
7/18
যে কোনও যাত্রী রাজধানী এক্সপ্রেসের কনফার্ম টিকিট পেলেই হাতে চাঁদ পাওয়ার মতোই আনন্দে লাফিয়ে ওঠেন। কিন্তু দেশের যে কোনও অন্যান্য ট্রেনের মতো এই সব ট্রেনেও এমন এমন ঘটনা ঘটে যায় যা চোখ কপালে তোলে রেলকর্তাদের।
যে কোনও যাত্রী রাজধানী এক্সপ্রেসের কনফার্ম টিকিট পেলেই হাতে চাঁদ পাওয়ার মতোই আনন্দে লাফিয়ে ওঠেন। কিন্তু দেশের যে কোনও অন্যান্য ট্রেনের মতো এই সব ট্রেনেও এমন এমন ঘটনা ঘটে যায় যা চোখ কপালে তোলে রেলকর্তাদের।
advertisement
8/18
কিন্তু সম্প্রতি ধানবাদে রাজধানী এক্সপ্রেসে যা ঘটেছে তা মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা দেশে। রাজধানীর মতো কুলীণ ট্রেনে যে এমন কাণ্ড ঘটতে পারে তা কল্পনাও করতে পারবেন না শুনলে। ঠিক কি ঘটেছিল সেদিন রাজধানী এক্সপ্রেসে?
কিন্তু সম্প্রতি ধানবাদে রাজধানী এক্সপ্রেসে যা ঘটেছে তা মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা দেশে। রাজধানীর মতো কুলীণ ট্রেনে যে এমন কাণ্ড ঘটতে পারে তা কল্পনাও করতে পারবেন না শুনলে। ঠিক কি ঘটেছিল সেদিন রাজধানী এক্সপ্রেসে?
advertisement
9/18
ট্রেনে পার্সেল হিসেবে বুক করা হয়েছিল 'ফল'। সেই মতো লেভেলও করা ছিল পার্সেলটি। আর সেই ফলের পার্সেল খুলতেই যা বেরিয়ে এল চক্ষুচড়কগাছ রেল পুলিশের। ফলের পার্সেলে বোতলের পর বোতল এগুলো কী?
ট্রেনে পার্সেল হিসেবে বুক করা হয়েছিল 'ফল'। সেই মতো লেভেলও করা ছিল পার্সেলটি। আর সেই ফলের পার্সেল খুলতেই যা বেরিয়ে এল চক্ষুচড়কগাছ রেল পুলিশের। ফলের পার্সেলে বোতলের পর বোতল এগুলো কী?
advertisement
10/18
নয়াদিল্লি থেকে ধানবাদে একটি কোম্পানি একটি প্যাকেজ বুক করেছিল। তার জন্য ₹৮৩,৮৭৪ টাকা মালবাহী চার্জও জমা দিয়েছিল কোম্পানিটি। অবাক করার বিষয় হল, ম্যানিফেস্টে পণ্যের বর্ণনা 'ফল' হিসেবে দেখানো হলেও ভিতরে যা ছিল তা এককথায় অবিশ্বাস্য!
নয়াদিল্লি থেকে ধানবাদে একটি কোম্পানি একটি প্যাকেজ বুক করেছিল। তার জন্য ₹৮৩,৮৭৪ টাকা মালবাহী চার্জও জমা দিয়েছিল কোম্পানিটি। অবাক করার বিষয় হল, ম্যানিফেস্টে পণ্যের বর্ণনা 'ফল' হিসেবে দেখানো হলেও ভিতরে যা ছিল তা এককথায় অবিশ্বাস্য!
advertisement
11/18
গোপন সূত্রে খবর পেয়ে চড়াও হয়েছিলেন আরপিএফ আধিকারিকরা। আর প্যাকেজ খুলতেই দেখা গেল, কোথায় ফল! এতো সব ভর্তি বোতলের পর বোতল বিদেশি মদ।
গোপন সূত্রে খবর পেয়ে চড়াও হয়েছিলেন আরপিএফ আধিকারিকরা। আর প্যাকেজ খুলতেই দেখা গেল, কোথায় ফল! এতো সব ভর্তি বোতলের পর বোতল বিদেশি মদ।
advertisement
12/18
কী নেই সেই তালিকায়! নয়টি কার্টনে রাখা চিভাস, ব্ল্যাক লেবেল, রেড লেবেল এবং জেমসন ব্র্যান্ডের মোট ৯৭ টি বোতল ছিল প্যাকেজটিতে।
কী নেই সেই তালিকায়! নয়টি কার্টনে রাখা চিভাস, ব্ল্যাক লেবেল, রেড লেবেল এবং জেমসন ব্র্যান্ডের মোট ৯৭ টি বোতল ছিল প্যাকেজটিতে।
advertisement
13/18
পার্সেলটি খালাস করার সময়, আরপিএফ নয়টি 'কার্টনে' রাখা সেই মদ বাজেয়াপ্ত করে। ঘটনাস্থলেই ক্লিয়ারিং এজেন্ট রাজ কুমার সিং এবং অটোচালক দৌলন কুমার চক্রবর্তীকে গ্রেফতার করা হয়।
পার্সেলটি খালাস করার সময়, আরপিএফ নয়টি 'কার্টনে' রাখা সেই মদ বাজেয়াপ্ত করে। ঘটনাস্থলেই ক্লিয়ারিং এজেন্ট রাজ কুমার সিং এবং অটোচালক দৌলন কুমার চক্রবর্তীকে গ্রেফতার করা হয়।
advertisement
14/18
শুনলে চমকে যাবেন যে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে। ফল পাচারের নাম করে বিদেশি মদ পাচার করার সময় ধরা পড়ে যায় রেল সুরক্ষা বাহিনীর হাতে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক।
শুনলে চমকে যাবেন যে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে। ফল পাচারের নাম করে বিদেশি মদ পাচার করার সময় ধরা পড়ে যায় রেল সুরক্ষা বাহিনীর হাতে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক।
advertisement
15/18
ধানবাদের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনারের নির্দেশে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে, আরপিএফ গত শনিবার সকাল ১১৫৫ নাগাদ রাজধানী এক্সপ্রেসে একটি অভিযান চালায়। আর তাতেই প্রকাশ্যে আসে বিরাট কীর্তি!
ধানবাদের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনারের নির্দেশে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে, আরপিএফ গত শনিবার সকাল ১১৫৫ নাগাদ রাজধানী এক্সপ্রেসে একটি অভিযান চালায়। আর তাতেই প্রকাশ্যে আসে বিরাট কীর্তি!
advertisement
advertisement
advertisement