North 24 Parganas News: বিনা বেতনে স্কুলে গ্রুপ ডি'র দায়িত্ব সামলান এই পুরোহিত! কারণ জানলে আশ্চর্য হয়ে যাবেন!

Last Updated:

North 24 Parganas News: বিদ্যালয়ের প্রতিদিনের ঝাড়পোঁছ, গেট খোলা-বন্ধ, পানীয় জলের ব্যবস্থা, ছোটখাটো দেখভাল — সব কিছুই তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে করে চলেছেন, যেন এটাই তাঁর নিজের কর্তব্য।

+
স্কুলে

স্কুলে স্বপন বাবু  

উত্তর ২৪ পরগণা : পেশায় পুরোহিত স্বপন বাবু বিনা বেতনে স্কুলে গ্রুপ ডি’র দায়িত্বে সামলান। নিজ অর্থে গড়েছেন মূর্তিও। উত্তর ২৪ পরগনার অন্তর্গত বাদুড়িয়া এলাকার মেদিয়া হাইস্কুলের সঙ্গে জড়িয়ে আছে এক অসাধারণ মানুষের নিঃস্বার্থ ভালবাসার গল্প। পেশায় পুরোহিত স্বপন চট্টোপাধ্যায় এই স্কুলের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছেন দীর্ঘদিন ধরেই।
বিদ্যালয়ে গ্রুপ ডি’র কোনও স্থায়ী কর্মী না থাকায়, সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পালন করে চলেছেন তিনি। সরকারি ভাবে কোনও নিয়োগ না হলেও, বিদ্যালয়ের প্রতিদিনের ঝাড়পোঁছ, গেট খোলা-বন্ধ, পানীয় জলের ব্যবস্থা, ছোটখাটো দেখভাল — সব কিছুই তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে করে চলেছেন, যেন এটাই তাঁর নিজের কর্তব্য।
advertisement
advertisement
স্বপনবাবুর নিজের কোনও সন্তান নেই। তবে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই তিনি নিজের সন্তান মনে করেন। এই আবেগ থেকেই বিদ্যালয়কে তিনি নিজের পরিবার মনে করে বুকে জড়িয়ে রেখেছেন। তাঁর এই মমত্ববোধ আর ভালবাসা শুধু কথা নয়, কর্মেও প্রতিফলিত হয়েছে। তিনি নিজের উপার্জিত অর্থ খরচ করে বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করেছেন তিন জন জাতীয় পুরুষ – নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তি। এই মূর্তিগুলি বিদ্যালয়ের ইতিহাস-চেতনা ও মূল্যবোধকে আরও শক্ত ভিত দিয়েছে।
advertisement
শিশুদের মনে দেশপ্রেম, সংস্কৃতি ও নৈতিকতা জাগিয়ে তুলতেই তাঁর এই মহৎ উদ্যোগ। বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে স্বপন বাবু শুধুমাত্র একজন সহায়ক নন, তিনি এক অনুপ্রেরণার প্রতীক। তাঁর কাজ ঘিরে বিদ্যালয়ের পরিবেশে এক বিশেষ আবেগ এবং মানবিকতা গড়ে উঠেছে। এলাকার সাধারণ মানুষও স্বপনবাবুর এই উদ্যোগকে গভীর শ্রদ্ধার চোখে দেখেন। অনেকেই বলেন, যখন সমাজের অধিকাংশ মানুষ শুধু নিজের স্বার্থ দেখে, তখন স্বপন চট্টোপাধ্যায়ের মতো মানুষরা সমাজে মানবিকতার আলো জ্বালিয়ে রাখেন।
advertisement
বিদ্যালয় কর্তৃপক্ষও স্বপন চট্টোপাধ্যায়ের এই অবদানকে সম্মান করে আসছে। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তবে স্বপনবাবু নিজে কখনই কোনও স্বীকৃতির আশায় কাজ করেননি।
advertisement
তাঁর মতে, “বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকেই আমি যা করি, সেটা আমার নিজের সন্তানের জন্য কিছু করার মতোই।” আজকের সমাজে যেখানে স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা প্রবলভাবে বিরাজমান, সেখানে স্বপন চ্যাটার্জীর এই নিঃস্বার্থ সেবা এক অনন্য নজির। এমন মানুষ সমাজে যত বেশি থাকবেন, ভবিষ্যৎ প্রজন্ম ততটাই আলোকিত হবে।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বিনা বেতনে স্কুলে গ্রুপ ডি'র দায়িত্ব সামলান এই পুরোহিত! কারণ জানলে আশ্চর্য হয়ে যাবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement