North 24 Parganas News: পড়ুয়াদের নিম্নমানের, ডেট ওভার খাবার দেওয়ার অভিযোগ! ICDS সেন্টারের শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ, কদম্বগাছিতে তুলকালাম
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North 24 Parganas News: অভিযোগ, ১৫০ পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র ১ কেজি আলু। সেটাও সব সময় দেওয়া হয় না। ডাল-সবজি দেওয়া তো দূর, বরং মেয়াদ উত্তীর্ণ তেল, ছাতু দেওয়া হয়।
কদম্বগাছি, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার, ডেট ওভার তেল ও ছাতু দেওয়ার অভিযোগ। বারবার বলার পরেও কাজ না হওয়ায় আইসিডিএস সেন্টারের শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা ১৮৯ আইসিডিএস সেন্টারে ঘটনাটি ঘটেছে।
অভিযোগ, সংশ্লিষ্ট আইসিডিএস সেন্টারে পুষ্টিকর খাবার দেওয়ার পরিবর্তে শুধুমাত্র ভাত দেওয়া হয়। একাধিকবার শিক্ষিকাকে বলার পরেও কোনও ব্যবস্থা না নেওয়ায় অভিভাবকরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। অন্যদিকে শিক্ষিকার দাবি, পুষ্টিকর খাবারের পরিবর্তে শুধু ভাত দেওয়ার কথা সেটাই দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ কোথাও ২ ডিগ্রি, কোথাও আবার ৫! উত্তরের জেলায় জেলায় শীতের ঝোড়ো ব্যাটিং, আজ কোথায় কেমন আবহাওয়া জানুন
অভিভাবকদের অভিযোগ, ১৫০ জন পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র ১ কেজি আলু। সেটাও সব সময় দেওয়া হয় না। ডাল-সবজি দেওয়া তো দূর, বরং মেয়াদ উত্তীর্ণ তেল, ছাতু দেওয়া হয়। এই নিয়ে একাধিকবার আইসিডিএস সেন্টারের শিক্ষিকাকে বলার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে এবার তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
advertisement
advertisement
পাল্টা শিক্ষিকার দাবি, তাঁদের সেন্টারে ডেট ওভার ছাতুই আসছে। ফলে সেটাই তাঁরা দিচ্ছেন। এছাড়া অনেকগুলো তেলের মধ্যে বেশ কয়েকটি তেল ডেট ওভার, সেগুলি তুলে নেওয়া হয়েছে। সব সমস্যা মিটে গিয়েছে বলে দাবি করেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 08, 2026 11:13 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পড়ুয়াদের নিম্নমানের, ডেট ওভার খাবার দেওয়ার অভিযোগ! ICDS সেন্টারের শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ, কদম্বগাছিতে তুলকালাম







