North 24 Parganas News: ৫ বছরের প্রেম! বিয়েতে সম্মতি ছিল না পরিবারের, শেষমেষ ভয়ঙ্কর সিদ্ধান্ত যুগলের, কেঁদে কূলকিনারা পাচ্ছে না পরিবার
- Published by:Madhab Das
- local18
Last Updated:
North 24 Parganas News: সেলাই মিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এলাকার এক যুবতী। পাঁচ বছর ধরে তাদের প্রেমের সম্পর্কের পর যখন তারা বিয়ের জন্য রাজি হন তখন মেনে নিতে পারে নি যুবতীর পরিবার।
মাটিয়া, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: সেলাই মিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এলাকার এক যুবতী। পাঁচ বছর ধরে তাদের প্রেমের সম্পর্কের পর যখন তারা বিয়ের জন্য রাজি হন তখন মেনে নিতে পারে নি যুবতীর পরিবার। এমন পরিস্থিতিতে ওই যুগল এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্তের পরিণতির পর কেঁদে কূলকিনারা খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা।
উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার অন্তর্গত মমিনপুর এলাকার ২৪ বছর বয়সি ফারুক গাজী এবং ২০ বছর বয়সী করিমা খাতুনের প্রেমের সম্পর্ক তৈরি হয় পাঁচ বছর আগে। ফোনালাপ থেকে এই সম্পর্ক হয় এবং পরবর্তীতে সম্পর্ক বেশ গভীর হয়। এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু ফারুকের পরিবারের সদস্যরা বিষয়টি মেনে নিলেও করিমার পরিবারের সদস্যরা মেনে নেননি।
advertisement
আরও পড়ুন: ছাগলের টোপেই বাজিমাত বনকর্মীদের! জলপাইগুড়ির চা বাগানে খাঁচাবন্দি আস্ত লেপার্ড, স্বস্তি ফিরল এলাকায়
advertisement
জানা যাচ্ছে, ফারুক গাজী পেশায় একজন সেলাই মিস্ত্রি, আর্থিকভাবে তারা অনেকটাই পিছিয়ে পড়া শ্রেণীর অন্তর্ভুক্ত। তবে আর্থিক দিক দিয়ে তাদের থেকে অনেকটাই সচ্ছল করিমার পরিবার। এমনকি ফারুক গাজীর পরিবারের পক্ষ থেকে বহুবার করিমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি মানিয়ে নেওয়ার চেষ্টা চালালেও ব্যর্থ হন তারা। এর পরই ভয়ঙ্কর পরিণতি দেখল উত্তর ২৪ পরগনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এমন অবস্থায় রবিবার রাতে ফারুক গাজী ফোনে করিমা খাতুনকে জানায়, নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারপর আজ, সোমবার ভোরে দুই বাড়ির দুটি ঘর থেকে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে প্রেমিকের আত্মহত্যার কথা শুনে প্রেমিকা ও আত্মহত্যার পথে হাঁটে। ঘটনার পর পুলিশ পৌঁছে দু’টি দেহ উদ্ধার করে বসিরহাট পুলিশ মর্গে নিয়ে যায়। আজই তাদের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।
advertisement
Suicide disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 05, 2026 11:46 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ৫ বছরের প্রেম! বিয়েতে সম্মতি ছিল না পরিবারের, শেষমেষ ভয়ঙ্কর সিদ্ধান্ত যুগলের, কেঁদে কূলকিনারা পাচ্ছে না পরিবার








