North 24 Parganas News: বেশি ডিসকাউন্টে কেন ওষুধটা ভেজাল নয় তো? সতর্ক করছে কেমিস্ট-ড্রাগিস্টরা

Last Updated:

বেশি ডিসকাউন্টে ওষুধ কেনেন? ভেজাল ওষুধ কিনছেন না তো? সতর্ক করছে কেমিস্ট-ড্রাগিস্টরা।  নির্ভেজাল ওষুধ কেনার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার পথে নামল বসিরহাটের কেমিস্ট-ড্রাগিস্টরা

+
বসিরহাটের

বসিরহাটের সতর্ক করতে পথে নামলেন ব্যবসায়ীরা 

বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: বেশি ডিসকাউন্টে ওষুধ কেনেন? ভেজাল ওষুধ কিনছেন না তো? সতর্ক করছে কেমিস্ট-ড্রাগিস্টরা।  নির্ভেজাল ওষুধ কেনার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার পথে নামল বসিরহাটের কেমিস্ট-ড্রাগিস্টরা। বেশি ডিসকাউন্টের লোভে ভেজাল বা নকল ওষুধ কেনার প্রবণতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন- এর বসিরহাট জোন। সাধারণ মানুষকে সচেতন করতে এদিন পথে নামল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ওষুধ ব্যবসায়ীদের একটি দল।
বসিরহাটের কেমিস্ট-ড্রাগিস্টরা জানান, কোনও ওষুধ কেনার আগে তার কিউআর কোড স্ক্যান করা, ওষুধটি NQS (ন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডস ) –এর অনুমোদিত কিনা যাচাই করা উচিৎ। পাশাপাশি,  সন্দেহজনকভাবে কম দামে বিক্রি হওয়া ওষুধ এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। সংগঠনের সদস্যদের বক্তব্য অনুযায়ী, বাজারে নকল ও ভেজাল ওষুধের সংখ্যা বাড়ছে, ফলে রোগীরা অজান্তে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এ’জন্য প্রতিটি ওষুধে বাধ্যতামূলকভাবে কিউআর কোড যুক্ত করার দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে, যাতে গ্রাহক সহজেই ওষুধের উৎস ও সত্যতা যাচাই করতে পারেন।
advertisement
এই বিষয়ে বসিরহাট জোনের সম্পাদক প্রকাশ দে বলেন, ” মানুষের স্বাস্থ্য নিরাপত্তা আমাদের প্রথম লক্ষ্য। তাই সবাইকে অনুরোধ— কম দামে প্রলোভনে পড়বেন না, বরং কিউআর কোড স্ক্যান করে ওষুধের সত্যতা নিশ্চিত করুন। নিরাপদ ও নির্ভেজাল ওষুধ গ্রহণই মানুষের অধিকার।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বেশি ডিসকাউন্টে কেন ওষুধটা ভেজাল নয় তো? সতর্ক করছে কেমিস্ট-ড্রাগিস্টরা
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement