IND vs SA: কেন ওডিআই সিরিজে দলের বাইরে হার্দিক পান্ডিয়া? সামনে এল আসল কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে রবিবার, ২৩ নভেম্বর। ঘোষিত দলে বেশ কিছু নতুন মুখ থাকলেও নজর কাড়ে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে রবিবার, ২৩ নভেম্বর। ঘোষিত দলে বেশ কিছু নতুন মুখ থাকলেও নজর কাড়ে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে। ভক্তদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন দলে নেই তারকা অলরাউন্ডার। জানা যায়, তিনি এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি এবং সেই কারণে নির্বাচকরা পরিকল্পনার বাইরে রেখেছেন।
advertisement
হার্দিক পাণ্ডিয়া এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন। এই চোট এতটাই গুরুতর ছিল যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচেও খেলতে পারেননি। ভারতের টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল ইউনিট তাঁর রিহ্যাবকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে ফেরার আগে তাকে ঘরোয়া ক্রিকেটে ফিটনেস প্রমাণের পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
হার্দিকের প্রত্যাবর্তনের প্রথম ধাপ হিসেবে তাকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫–এ বরোদা দলে রাখা হয়েছে। ২৬ নভেম্বর শুরু হতে যাওয়া এই টি২০ টুর্নামেন্টে বরোদার প্রথম প্রতিপক্ষ হবে বাংলা। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে হার্দিককে দেখতে পাওয়ার আশায় তাঁর ভক্তরা ইতোমধ্যেই উচ্ছ্বসিত। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের টি-২০ সিরিজে তাকে জাতীয় দলে ফের দেখা যেতে পারে।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক) (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।
