Dharmendra Demise: প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, ৮৯ বছর বয়সে বলিউডকে বিদায় 'বীরু'র
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Dharmendra Demise: প্রয়াত হলেন বলিউডের 'হি-ম্যান'৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ ৮৯ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় ‘শোলে’র বীরু৷
মুম্বই: বলিউডে বিরাট দুঃসংবাদ৷ প্রয়াত হলেন বলিউডের ‘হি-ম্যান’৷ টিনসেল টাউনে নেমে এল গভীর শোকের ছায়া৷ বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন বীরু৷ সোমবার, ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ কোনওভাবেই আর শেষরক্ষা হল না, কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় ‘শোলে’র বীরু৷
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র৷ অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ এর আগেও একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছিল অভিনেতাকে৷ ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল দীর্ঘদিন ধরেই৷ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন অভিনেতা৷ তাঁর মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ কিন্তু এবার সমস্ত গুজবকে সত্যি করেই না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ৷ ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি৷
advertisement
আরও পড়ুন-‘কার পা ছুঁয়ে আর্শীর্বাদ নেব…!’ মেকআপ শিল্পী অশোক সাওয়ান্তকে হারিয়ে শোকে পাথর অভিষেক বচ্চন
ধর্মেন্দ্রর পেশাগত জীবন ছিল বহুদূর বিস্তৃত৷ একজন অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ হিসেবে তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে সকলের মন জয় করেছেন। ১৯৫০-এর দশকের শেষের দিকে ‘ ফিল্মফেয়ার ‘ ট্যালেন্ট হান্টে জেতার পর তিনি ১৯৬০ সালে ‘ দিল ভি তেরা হাম ভি তেরে ‘ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন-ফুসফুসে সংক্রমণ, বুকে অসহ্য ব্যথা, গুরুতর অসুস্থ প্রেম চোপড়া, ভর্তি হাসপাতালে
তিনি বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত৷ অসংখ্য রোমান্টিক ও অ্যাকশন ছবিতে তাঁর অভিনয় আজীবন দর্শকমনে গাঁথা থাকবে। তিনি তাঁর কর্মজীবনে তিনি একজন সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং পদ্মভূষণ পদক পেয়েছেন। তাঁর মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2025 2:23 PM IST

