North 24 Parganas News: পণের জন্য গৃহবধূর মর্মান্তিক পরিণতি! আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, বারাসাতে তুমুল হইচই
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
North 24 Parganas News: আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মৃতার পরিবার সদস্য এবং এলাকাবাসীদের।
বারাসাত, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম: পনের দাবিতে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবি বিক্ষোভ। আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মৃতার পরিবার সদস্য এবং এলাকাবাসীদের। ঘটনার জেরে চাঞ্চল্য আদালতের সামনে।
জানা গিয়েছে, গত ১৭ ডিসেম্বর অশ্বিনী পল্লী এলাকায় খুন হন নববধূ সুমিতা সরকার। ঘটনায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় মৃতার স্বামী সৌম্য দত্তকে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় তৈরি হয় উত্তেজনা। অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ থেকে শুরু করে চলে ভাঙচুর। কিন্তু এতকিছুর পরেও এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি সৌম্য দত্তের বাবা ও মা’কে।
advertisement
advertisement
তাদের গ্রেফতারের দাবি তুলেই আদালতের সামনে বিক্ষোভ। মৃতার পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ, সৌমর বাবা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার পর আদালতে পেশ করলে তাকে পাঁচদিনে পুলিশের হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজ পাঁচ দিনের পুলিশি হেফাজতের পর পুনরায় সৌম্য দত্তকে আদালতে নিয়ে আসার সময় বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার আত্মীয়রা।
advertisement
আদালত চত্বরে প্ল্যাকার্ড নিয়ে দোষীদের শাস্তি চাই, সঠিক বিচার চাই, এই দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। মঙ্গলবার বারাসাত জেলা আদালত চত্বরের সামনে মৃতের পরিবার ও এলাকাবাসীরা পুনরায় সৌম্যের গাড়িকে লক্ষ্য করে শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে শুরু করেন। মৃতার পরিবারের দাবি, প্রশাসনের ওপর থেকে ধীরে ধীরে আস্থা হারিয়ে যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 23, 2025 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পণের জন্য গৃহবধূর মর্মান্তিক পরিণতি! আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, বারাসাতে তুমুল হইচই










