North 24 Parganas News: সাপ লুডোর খেলায় পথ নিরাপত্তার অভিনব ভাবনা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

Last Updated:

সাপ লুডোর খেলায় পথ নিরাপত্তার অভিনব ভাবনা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

+
ট্রাফিকের

ট্রাফিকের লুডো বোর্ড

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সাপ ও মই, লুডো খেলা কে না জানে! সেই চেনা খেলাকেই পথ নিরাপত্তার বার্তা দেওয়ার হাতিয়ার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। হেলমেট ছাড়া বাইক চালালেই সাপের মুখে পড়ে নীচে নেমে যেতে হবে, আর ট্রাফিক নিয়ম মেনে চললে মই বেয়ে উপরে উঠে যাওয়ার সুযোগ মিলবে। ট্রাফিক নিয়মকে মজার খেলায় রূপান্তর করতেই এই উদ্যোগ।
পুলিশের দাবি, অটো ও টোটো চালকদের মধ্যে ইতিমধ্যেই দারুণ সাড়া মিলেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কিংবা যাত্রী পরিষেবা দেওয়ার ফাঁকে-ফাঁকে অবসর পেলেই তাসের বদলে হাতে উঠছে এই লুডোর চাল। খেলার ছলেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য। লুডো বোর্ডেই ছাপানো রয়েছে টোটো ও অটো চালকদের জন্য বিশেষ নির্দেশাবলী- ওভারটেকিং নিয়ম, সিগন্যাল মেনে চলা, যাত্রী বহনে সতর্কতা-সহ নানা দিক। সেই নির্দেশ মেনে চলার কথাই জানানো হচ্ছে পুলিশের তরফে। এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ অটো ও টোটো চালকদের হাতে তুলে দেন এই নিরাপত্তা লুডো। লুডো হাতে পেয়ে খুশি চালকরাও। তাঁদের কথায়, খেলার পাশাপাশি সঠিক নিয়মও জানা যাবে। পুলিশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পথ নিরাপত্তা বাড়াতে খেলাকে ব্যবহার করার এই অভিনব ভাবনা সাধারণ মানুষ ও চালকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সাপ লুডোর খেলায় পথ নিরাপত্তার অভিনব ভাবনা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement