Durga Puja 2025: সাবেকি রূপে ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে অশোকনগরে 'এই' পুজো, ভিন্ন মাত্রায় মুগ্ধ দর্শনার্থীরা

Last Updated:

থিমের চাকচিক্য আর আধুনিকতার ভিড়ে এবার তারা বেছে নিয়েছেন সাবেকি রূপ। প্রতিমা গড়া হয়েছে সেই আদলে, যা দর্শনার্থীদের কাছে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে।

পূর্বাচল সংঘের পুজো
পূর্বাচল সংঘের পুজো
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অশোকনগর পূর্বাচল সংঘ সার্বজনীনের ৪১ তম দুর্গোৎসবে সাবেকি রূপেই ঐতিহ্যেকে এগিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে। থিমের চাকচিক্য আর আধুনিকতার ভিড়ে এবার তারা বেছে নিয়েছেন সাবেকি রূপ। প্রতিমা গড়া হয়েছে সেই আদলে, যা দর্শনার্থীদের কাছে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে। মণ্ডপ সজ্জাতেও ফুটে উঠেছে বাংলার সংস্কৃতির নানা দিক।
পুজোর দিনগুলিতে ভিড় উপচে পড়ছে মণ্ডপ চত্বরে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন থিম পুজোর প্রতিযোগিতা তুঙ্গে, তখন পূর্বাচল সার্বজনীনের এই প্রয়াস যেন মনে করিয়ে দিচ্ছে পুরনো দিনের সেই পুজোর স্বাদ। স্থানীয়রা জানিয়েছেন, সাবেকি রূপে পুজো দেখার আনন্দ আলাদা। এখানে কোনো অতিরিক্ত চাকচিক্য নেই, বরং ঐতিহ্যের সৌন্দর্যই মূল আকর্ষণ, মত এক দর্শনার্থীর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজোর দিনগুলিতে পাড়ার সকলে একত্রিত হয়ে চলে উৎসব পালন। উদ্যোক্তাদের দাবি, নতুন প্রজন্মকে বাংলার শিকড় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করতেই এ বছরের এই উদ্যোগ। তাদের আশা, আগামী দিনে এই ধারার পুজো অন্য ক্লাবগুলোকেও অনুপ্রাণিত করবে। সকাল থেকে রাত এখন এই পুজোকে ঘিরেই মেতে এলাকার সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: সাবেকি রূপে ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে অশোকনগরে 'এই' পুজো, ভিন্ন মাত্রায় মুগ্ধ দর্শনার্থীরা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement