Bangla News|| মজিদ মাস্টারের সঙ্গে লড়ে খেয়েছিলেন গুলি! ভ্যান চালিয়ে কোনওমতে দিন গুজরান, চিনুন তাঁকে...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: আন্দোলনে অংশগ্রহণকারী তরতাজা যুবক নির্মল দাস, আজ বয়সের ভারে অনেকটাই বৃদ্ধ। সেদিনের পুলিশের চালানো গুলি লেগেছিল পায়ে, পড়ে গিয়ে ভেঙে যায় চোয়াল।
বারাসাত: সালটা ১৯৯৪, রাজ্যে বাম সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তখন সরকার বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠছেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী তথা সেই সময়ের কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার বিরুদ্ধে আন্দোলনে সেদিন উত্তর ২৪ পরগণার বারাসতে হয় আইন অমান্য কর্মসূচি।
দাবি ছিল, শাসনের দোর্দণ্ড প্রতাপ মজিদ মাস্টারের এলাকায় ঢুকবেন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আইন অমান্য কর্মসূচির ডাকেই, হাজার হাজার কর্মী জড়ো হয়েছিলেন কাছারি ময়দানে। পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেই গুলি চালানোর ঘটনায় প্রাণ যায় তিনজনের। গুলিতে জখম হন অনেকেই।
advertisement
advertisement
সে দিনের আন্দোলনে অংশগ্রহণকারী তরতাজা যুবক নির্মল দাস, আজ বয়সের ভারে অনেকটাই বৃদ্ধ। সেদিনের পুলিশের চালানো গুলি লেগেছিল পায়ে, পড়ে গিয়ে ভেঙে যায় চোয়াল। জ্ঞান ফিরতে দেখেন হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। যন্ত্রণায় কাতরাচ্ছেন। একাধিক অস্ত্রোপচার হয় পায়ে এবং চোয়ালে। সেই সময়, ধার-দেনা করে চিকিৎসা করতে হয়েছিল কংগ্রেস কর্মী মমতার অনুগামী নির্মল দাসকে। ধীরে ধীরে হয়ে ওঠেন সুস্থ।
advertisement
বর্তমানে, রাজ্যে ক্ষমতায় সেদিনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজও পরিবারকে নিয়ে অসম লড়াই চালিয়ে যাচ্ছেন নির্মল দাস। এখন কোনও রকমে আহত পায়েই ভ্যান চালিয়ে ৭২ বছরের নির্মল দাস খাবার তুলে দিচ্ছেন পরিবারের মুখে। চোখের কোণে জল নিয়ে আক্ষেপ, দিন বদলে গেলেও পাননি কোনও সুযোগ-সুবিধা। কেউ রাখেনি খোঁজ। পুলিশের নির্মম গুলি চালানোর ঘটনা আজও টাটকা নির্মল দাসের স্মৃতিতে। তবে অতিক্রান্ত ২৮ বছর। এখন জীবনের শেষবেলায় এসে তিনি এ বার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। নির্মল দাসের দুই ছেলের চাকরির আবেদন জানাতে চান মমতাকে, যদি কোনও ব্যবস্থা করে দিতে পারেন তিনি।
advertisement
বিষয়টি শুনে যদিও খাদ্য মন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, বিষয়টি জেনে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর চেষ্টা করবেন। তবে আদেও কি বদলাবে সেদিনের মমতার আন্দোলনের সহযোদ্ধা নির্মল দাসের জীবন! কষ্ট সঙ্গী করে, ভ্যান চালিয়েও দিন বদলের স্বপ্ন দেখছে সেদিনের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 9:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| মজিদ মাস্টারের সঙ্গে লড়ে খেয়েছিলেন গুলি! ভ্যান চালিয়ে কোনওমতে দিন গুজরান, চিনুন তাঁকে...