Birbhum News: দশ ফুট বাই দশ ফুট ঘর! শান্তিনিকেতনের নিখিল দা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বানিয়ে চলেছেন টেলিস্কোপ
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
এখনও পর্যন্ত ২০০ টির বেশি টেলিস্কোপ বানিয়েছেন শান্তিনিকেতনের বাসিন্দা নিখিলেশ পাল।
বীরভূম: দশ ফুট বাই ১০ ফুট ঘর। সেই ১০ ফুট বাই ১০ ফুট রুমেই রয়েছে একটি ছোট্ট খাট, অগোছালো বিছানা এবং চেয়ার ও টেবিল। আর এইরুমেই থাকেন নিখিলেশ পাল। শান্তিনিকেতনের সকলের কাছে যিনি পরিচিত নিখিল দা হিসাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের এই ছোট্ট ভাড়াবাড়ি থেকে তিনি গোটা মহাকাশকে আগলে রেখেছেন। নিখিলদার এই ভাড়া বাড়িটি ছোট হলেও এই বাড়িতে থাকা মানুষটি অর্থাৎ নিখিলদার স্বপ্ন মহাকাশের মতই অনেকটাই বড়।
তিনি স্বপ্ন দেখেন স্কুল থেকে কলেজ পড়ুয়া শান্তিনিকেতনের সাধারণ মানুষ মহাকাশ সম্বন্ধে জানুক। তাই নিজের হাতে তিনি টেলিস্কোপ বানাচ্ছেন একটা দুটো নয় এখনওপর্যন্ত প্রায় ২০০ টিরও বেশি তিনি টেলিস্কোপ বানিয়ে ফেলেছেন। বাড়ি পূর্ব বর্ধমান জেলাতে হলেও তিনি প্রায় গোটা জীবনটাই কাটিয়ে দিয়েছেন কবিগুরুর টানে এই শান্তিনিকেতনে। তাই রাঙ্গামাটি শহরে বিভিন্ন ভাড়াবাড়ি ঘুরে ঘুরে প্রায় তিন দশক কাটিয়ে দিলেন সকলের প্রিয় নিখিলদা। ছাত্র-ছাত্রীদের মহাকাশ সম্বন্ধে বিভিন্ন অজানা রহস্যের সন্ধান দেন তিনি।
advertisement
advertisement
মহাকাশ সম্বন্ধে বিভিন্ন গবেষণা,টেলিস্কোপ,ছোট ছোট ছাত্র ছাত্রী এবং তার বন্ধু নিয়ে দিব্যি আছেন নিখিল দা। ছোট্ট তার এই বাড়িতে টেলিস্কোপ বানানোর বিভিন্ন সরঞ্জাম নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায় নিখিলদার। তিনি বোলপুর শান্তিনিকেতন থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান যেমন স্কুলে এবং কলেজে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের টেলিস্কোপ সম্বন্ধে জ্ঞান দেওয়ার জন্য। কোথায় গ্রহ, কোথায় উপগ্রহ, পৃথিবী থেকে কত দূরে মঙ্গল চাঁদের মাটিতে কী কী দেখা যায় সবকিছুই তিনি এই টেলিস্কোপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দেখান। তিনি লড়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রীদের মহাকাশ আকাশ দেখানোর জন্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 23, 2025 6:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: দশ ফুট বাই দশ ফুট ঘর! শান্তিনিকেতনের নিখিল দা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বানিয়ে চলেছেন টেলিস্কোপ









