NIA attacked in Bengal: দুই তৃণমূল নেতাকে গ্রেফতার, ভূপতিনগরে এনআইএ-র গাড়িতে হামলা! জখম ২ আধিকারিক

Last Updated:

২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যু হয়৷ এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷

ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা৷
ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা৷
ভূপতিনগর: সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার তিন মাসের মাথায় এবার রাজ্যে আক্রান্ত হল এনআইএ৷ এ দিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-এর গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা৷ গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর৷
২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নাড়ুয়াবিলায় বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যু হয়৷ এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ ওই ঘটনার তদন্তেই এ দিন ভোরে  ভূপতিনগরে যায় এনআইএ-এর একটি দল৷
advertisement
অভিযোগ, মামলায় অভিযুক্ত ৮ জনকে তলব করা হলেও তারা হাজিরা দেননি৷ এ দিন সকালে ভূপতিনগরের অর্জুনপুরে গিয়ে এই অভিযুক্তদের মধ্যে নাম থাকা দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচড়ণ মাইতিকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা গাড়িতে তোলার পরই জড়ো হয়ে যান গ্রামবাসীরা৷ এর পরই এনআইএ-র গাড়িতে ইট ছোড়া হয়৷ ভেঙে যায় গাড়ির কাচ৷ অভিযোগ এনআইএ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট এবং পাথরও ছোড়া হয়৷ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ভূপতিনগর থানার পুলিশ৷ শেষ পর্যন্ত অবশ্য ধৃত দুই তৃণমূল নেতাকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন এনআইএ আধিকারিকরা৷ হামলার ঘটনায় ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করেছে এনআইএ৷ দুই তৃণমূল নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এলাকায় মিছিলও বের করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা৷
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, এ দিন ভোরে এনআইএ-র পক্ষ থেকে তাদের কাছে বাহিনী চাওয়া হয়৷ কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই এনআইএ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে৷ তখনই হামলার ঘটনা ঘটে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NIA attacked in Bengal: দুই তৃণমূল নেতাকে গ্রেফতার, ভূপতিনগরে এনআইএ-র গাড়িতে হামলা! জখম ২ আধিকারিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement