Dilip Ghosh on Mamata Banerjee: মমতাদি প্রতিষ্ঠিত নেত্রী, ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়নি: দিলীপ ঘোষ

Last Updated:

কেন তিনি বিতর্কিত মন্তব্য করেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ ঘোষ৷

কলকাতা: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন৷ তার জন্য শুধু নির্বাচন কমিশনের শো কজ নয়, নিজের দলের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে দিলীপ ঘোষকে৷ সেই দিলীপ ঘোষই আবার নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, ‘মমতাদি প্রতিষ্ঠিত নেত্রী৷ যেখানে পৌঁছেছেন পরিশ্রমের দ্বারা পৌঁছেছেন৷’
রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রীর মূল্যায়ণ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘মমতাদি প্রতিষ্ঠিত নেত্রী৷ যেখানে পৌঁছেছেন পরিশ্রমের দ্বারা পৌঁছেছেন৷ তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কোনও দিন খারাপ হয়নি৷ বিধানসভায় দেখা হলে বলতাম আপনি আমার নেত্রী, আবার চোখ উঁচিয়ে কথাও বলতাম৷ মমতাদিও বলতেন, দিলীপদা আসুন চা খেয়ে যাবেন৷’
advertisement
advertisement
কেন তিনি বিতর্কিত মন্তব্য করেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ ঘোষ৷ বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী বলেন, ‘রাজনীতিতে কি খালি গালাগালি আর নিরস হবে নাকি? লোকসভা, বিধানসভায় আমার ভাষণ শুনুন৷ মারামারি, খুনোখুনি হবে রাজনীতিতে? রসেবসে রাজনীতি করা যাবে না?’
দিলীপ ঘোষের দাবি, রাজনীতিতে তাঁর বন্ধুর সংখ্যা কম হতে পারে, কিন্তু কোনও শত্রু নেই৷ বিজেপি নেতার কথায়, ‘যাঁর মনে স্বার্থ থাকে, তাঁর শত্রু হয়৷ আমার তো কোনও স্বার্থ নেই৷’
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh on Mamata Banerjee: মমতাদি প্রতিষ্ঠিত নেত্রী, ব্যক্তিগত সম্পর্ক খারাপ হয়নি: দিলীপ ঘোষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement