দীপাবলি স্পেশাল কী কী ট্রেন চলবে খড়গপুর ডিভিশনে? হাতে সময় অল্প, ভাল করে জানুন

Last Updated:

দক্ষিণ পূর্ব রেলের শাখার খড়গপুর ডিভিশনে দূরপাল্লার কালী পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল। জেনে নিন তালিকা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর,রঞ্জন চন্দ: সামনে কালীপুজো। চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহে কালীপুজো উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেলের উদ্যোগে একাধিক দূর পাল্লার স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে খড়গপুর ডিভিশন। শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে এখনই টিকিট কাটুন। হাতের সময় বেশ অল্প। চেন্নাই কিংবা ইটাওয়ারী জংশনে ইতিহাস খুঁজে দেখার জন্য এবার আপনার ডেস্টিনেশন হোক এই দুটি বিখ্যাত জায়গা।
দীপাবলি উপলক্ষে রেলের তরফে স্পেশাল ট্রেন চালানর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শনিবার চেন্নাইয়ের উদ্দেশ্যে সাঁতরাগাছি স্টেশন থেকে যাত্রা করবে বিশেষ এই পুজো স্পেশাল ট্রেন। একইভাবে আগামী সপ্তাহে শালিমার স্টেশন থেকে ইটাওয়ারী স্টেশনের উদ্দেশ্যে ছাড়বে স্পেশাল ট্রেন।
advertisement
advertisement
প্রসঙ্গত দুর্গাপুজো থেকে, খড়গপুর ডিভিশনের তত্ত্বাবধানে একাধিক দূরপাল্লার পুজো স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালিয়েছে দক্ষিণ পূর্ব রেল। তবে এবার দীপাবলি উপলক্ষে দক্ষিণ ভারত কিংবা নাগপুর যাওয়া সহজ। রেল সূত্রে জানা গিয়েছে সাঁতরাগাছি থেকে চেন্নাই যাওয়ার এই পুজো স্পেশাল ট্রেন চলতি সপ্তাহের শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে বিকেল পাঁচটা বেজে ৫৫ মিনিটে ছাড়বে। চেন্নাই পৌঁছাবে পরের দিন। যাত্রাপথের সময় লাগবে প্রায় ২৭ ঘন্টা। খড়গপুর ডিভিশনের অন্তর্গত খড়গপুর এবং বালেশ্বর স্টেশনে স্টপেজ রয়েছে এই পুজো স্পেশাল ট্রেনের।
advertisement
একইভাবে আগামী সপ্তাহে, কালীপুজোর পরের দিন অর্থাৎ মঙ্গলবার শালিমার স্টেশন থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ইটাওয়ারি স্টেশন জংশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে দীপাবলি স্পেশাল ট্রেনটি। মঙ্গলবার শালিমার স্টেশন থেকে এই পুজো স্পেশাল ট্রেন ছাড়বে সন্ধ্যা ছ’টায়। পরের দিন বিকেল ৩ বেজে ৩৫ মিনিটে পৌঁছাবে নির্দিষ্ট গন্তব্যে। সেক্ষেত্রে স্টপেজ থাকছে সাঁতরাগাছি, খড়গপুর, আসানবনী, চক্রধরপুর, রাউরকেল্লা সহ একাধিক স্টেশনে।
advertisement
পুজোর ছুটি হাতে মাত্র আর কয়েকটা দিন। এরপর খুলে যাবে অফিস স্কুল। বাড়ির ছেলেমেয়ে কিংবা পরিবার নিয়ে ঘুরে আসতে চাইলে এখনই বুক করুন পুজো স্পেশাল ট্রেন।বিস্তারিত জানুন দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দীপাবলি স্পেশাল কী কী ট্রেন চলবে খড়গপুর ডিভিশনে? হাতে সময় অল্প, ভাল করে জানুন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement