New Laptop Offer: মাধ্যমিকের পর ডেক্সটপ অথবা ল্যাপটপ কিনবেন ভাবছেন? রইল বাম্পার অফার

Last Updated:

অফলাইনে ডেক্সটপ অথবা ল্যাপটপ কেনার উপর দিচ্ছে নানা ধরনের অফার। রয়েছে ক্যাশব্যাক পাওয়ার সুবিধা

+
title=

পশ্চিম বর্ধমান: সদ্য শেষ হয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই সময় অনেকেই ল্যাপটপ অথবা ডেস্কটপ কেনার কথা ভাবছেন। অনেকেই আবার সংশয়ে ভুগছেন। শখের কম্পিউটার অনলাইন থেকে কিনবেন, নাকি অফলাইন তা নিয়ে রয়েছে সংশয়। আবার বাজেট নিয়েও রয়েছে পরিকল্পনা। আর এমন সময়ই বাম্পার অফার নিয়ে দুর্গাপুরে হাজির হয়েছে একটি আইটি সংস্থার আউটলেট।
দুর্গাপুরের সিটি সেন্টার অম্বুজা কলোনি সংলগ্ন এলাকায় রয়েছে এই সংস্থার আউটলেট। যারা অফলাইনে ডেক্সটপ অথবা ল্যাপটপ কেনার উপর দিচ্ছে নানা ধরনের অফার। রয়েছে ক্যাশব্যাক পাওয়ার সুবিধা। যে কোনও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও দীর্ঘমেয়াদী ইএমআই-এর সুযোগও থাকছে। তাছাড়াও যারা এই সংস্থার থেকে কম্পিউটার কিনবেন তাঁদেরকে লাইফ টাইম সফটওয়্যার সাপোর্ট দেওয়া হবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ওই সংস্থার কর্মী দীপ দাস জানিয়েছেন, অফলাইনে যারা কম্পিউটার কিনবেন তাঁদেরকে পছন্দের মডেলের সম্পূর্ণ ডেমনস্ট্রেশন দেওয়া হবে। দেওয়া হবে প্রাইমারি ইনস্টলেশন সাপোর্ট। গ্রাহকের চাহিদা অনুযায়ী সফটওয়্যার সাপোর্ট দেওয়া হবে। মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে পাওয়া যাবে তিন বছরের ওয়ারেন্টি। এছাড়াও থাকবে আকর্ষণীয় উপহার। হোম ডেলিভারি পাওয়ার সুবিধাও রয়েছে। সংস্থাটির দাবি তাদের সার্ভিসিং পরিষেবা অতুলনীয়।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Laptop Offer: মাধ্যমিকের পর ডেক্সটপ অথবা ল্যাপটপ কিনবেন ভাবছেন? রইল বাম্পার অফার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement