Bengali News: রাজা লক্ষ্মণ সেনের তৈরি তপন দিঘি ঘিরে কী চলছে! পরিবেশ হত্যার আরেক দৃষ্টান্ত

Last Updated:

দিঘির পাড়ের একাংশ আগেই বেহাত হয়ে গিয়েছে। ফলে এখানে আর মাছ চাষ করা যায় না। অভিযোগ, দিঘিতে জল ঢোকা বা বেরনোর রাস্তা রাখা হয়নি

+
৩৭

৩৭ কোটি টাকা খরচ করে তপন দিঘি সংস্কারের কাজ কবে রূপ নিবে বাস্তবায়নের! 

দক্ষিণ দিনাজপুর: কথিত আছে, রাজা লক্ষ্মণ সেনের আমলে দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কয়েকটি বড় জলাশয় বা দিঘি খনন করা হয়েছিল। তার মধ্যে তপন দিঘি অন্যতম। এই দিঘিতে খোদ রাজা লক্ষ্মণ সেন তর্পণ করতে আসতেন এমনটাও কথিত আছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী তপন-অঞ্চলে পানীয় জল ও চাষের জলের সমস্যা দীর্ঘকালীন। তাই এলাকার কৃষি জমিতে চাষের জল ও পানীয় জলের সুবিধা করতেই এই দিঘি খনন করানো হয়েছিল বলে বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করেন।
প্রায় ৮৪ একর জমি নিয়ে তপন দিঘির বিস্তার। তপন গ্রামের মধ্যস্থলে অবস্থিত এই দিঘি এলাকার নিকাশি ব্যবস্থা, স্থানীয় প্রায় সাড়ে চারশো একর জমিতে সেচের জলের যোগান এবং মৎস্য চাষিদের ভরসার জায়গা। সরকারি ব্যবস্থাতেই এই সমস্ত কাজগুলো এতদিন হয়ে এসেছে। কিন্তু ২০১১ সালে রাজ্যে পালাবদল হ‌ওয়ার পর তপন দিঘিকে ঘিরে বিতর্ক দেখা দেয়। অভিযোগ ওঠে তপনের তৎকালীন বিধায়ক বাচ্চু হাঁসদার বিরুদ্ধে। তিনি এই দিঘি ঘিরে দুটি রিসর্ট তৈরি করেন। যদিও কিছুদিনের মধ্যেই সেই রিসর্টগুলো বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
পরবর্তীতে ২০১৯ সালে এই তপন দিঘিকে ঘিরেই বড় প্রকল্প গ্রহণ করে রাজ্য সরকার। প্রথম দফায় বরাদ্দ করা হয় ৩৭ কোটি টাকা। কিন্তু কী প্রকল্প, প্রকল্পের উদ্দেশ্য কী, কী কাজ হবে সেই বিষয়ে কোনও ওয়ার্ক অর্ডার বা ওয়ার্ক সিডিউল বের হয়নি। অথচ গত প্রায় পাঁচ বছর ধরে তপন দিঘির চারপাশে বাউন্ডারি ওয়াল তোলা সহ একাধিক কাজ হয়ে চলেছে।
advertisement
দিঘির পাড়ের একাংশ আগেই বেহাত হয়ে গিয়েছে। ফলে এখানে আর মাছ চাষ করা যায় না। অভিযোগ, দিঘিতে জল ঢোকা বা বেরনোর রাস্তা রাখা হয়নি, ফলে দিঘির বিভিন্ন জায়গায় চড়া পড়েছে, জল নেই। দিঘির সৌন্দর্য বাড়াতে মাটি তোলার কাজও বন্ধ রয়েছে। শুধু একের পর এক কংক্রিটের বিল্ডিং তৈরি হচ্ছে দিঘির পাড়জুড়ে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রথম অবস্থায় তপন দিঘি কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ হলেও তা সম্পূর্ণ হয়নি। বেশ কিছু নতুন ভবন তৈরি করা হয়েছে। যার মধ্যে কোল্ড স্টোরেজ রয়েছে। কিন্তু প্রকল্পের বাস্তবায়ন কবে হবে? প্রকল্পের উদ্দেশ্য কী? এইসব বিষয়ে স্থানীয় বাসিন্দারা কিছুই জানেন না। দ্রুত দিঘি সংস্কার করে জলাশয়কে কংক্রিটমুক্ত করা হোক এটাই এলাকাবাসীদের দাবি।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: রাজা লক্ষ্মণ সেনের তৈরি তপন দিঘি ঘিরে কী চলছে! পরিবেশ হত্যার আরেক দৃষ্টান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement