ফুটবলার তৈরির কারখানা! উদীয়মান খেলোয়ারদের সামনে সুবর্ণ সুযোগ
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
আনুষ্ঠানিকভাবে এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও পুরুলিয়া জেলা পরিষদের সদস্য স্বপন বেলথরিয়া। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিনামূল্যে এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রটি চলবে
পুরুলিয়া, শান্তনু দাস: জেলার কাশীপুরে ফুটবলপ্রেমী ও প্রতিভাবান তরুণ-তরুণীদের জন্য এক আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা হল। কাশীপুরের খ্যাতনামা সামাজিক ও ক্রীড়া সংগঠন সেবাব্রতী সংঘের উদ্যোগে শুরু হল বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। যা এলাকার ক্রীড়াপ্রেমী যুবসমাজের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার ঘটাবে। ক্লাব প্রাঙ্গণের ফুটবল মাঠেই এই প্রশিক্ষণ কেন্দ্র চলবে।
আনুষ্ঠানিকভাবে এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও পুরুলিয়া জেলা পরিষদের সদস্য স্বপন বেলথরিয়া। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিনামূল্যে এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ায় এলাকার খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কাশীপুর ব্লক এলাকার উদীয়মান ও আগ্রহী খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আধুনিক, সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ ফুটবল শিক্ষার। বর্তমানে দু’জন অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিতভাবে প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁরা খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, কৌশলগত জ্ঞান এবং মানসিক দৃঢ়তার উন্নয়নের ওপর বিশেষ জোর দিচ্ছেন।
advertisement
আরও পড়ুন: দাম ৫০ টাকা থেকে ১০ হাজার! পুজোর দেবীর সাজের চাহিদা তুঙ্গে, তবুও আক্ষেপ শিল্পীদের! কেন?
এই মহৎ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্লাবের সম্পাদক তথা কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক ও পুরুলিয়া জেলা পরিষদের সদস্য স্বপন বেলথরিয়া। তিনি প্রতিনিয়ত প্রতিভাবান খেলোয়াড়দের দিকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। যাতে তারা ফুটবল খেলায় নিজেদেরকে আরও দক্ষ করে তুলতে পারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সম্পাদক ও এই প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম প্রধান সহায়ক পুরুলিয়া জেলা পরিষদের সদস্য স্বপন বেলথরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোহন সেন, সদস্য শুভজিৎ পাল, লালিত জামাদার, পরিমল দাস, কালিচরণ দে, বিজয় দে প্রমুখ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 1:15 PM IST