North 24 Parganas News: জেলার যাত্রীদের যোগাযোগ হবে আরও মসৃণ, বারাসাত থেকে শুরু নতুন বাস রুট

Last Updated:

শুরুতেই ৭টি বাস এই রুটে চালু হয়েছে বলেই জানা গিয়েছে। সকাল ৬টা থেকে শুরু হয়ে প্রতি এক ঘণ্টা অন্তর বাস চলবে।

নতুন বাস চালু
নতুন বাস চালু
উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই টোটো-অটো দৌরাত্ম্য, যাত্রী সংখ্যার হ্রাস এবং ২০১৮ সালের পর থেকে বাসভাড়া বৃদ্ধি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছিল বাস মালিকরা। সেই কারণে একাধিক রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবুও প্রতিদিন বারাসাতের তিতুমীর বাস টার্মিনাস থেকে প্রায় ৬০০-৬৫০টি বাস বিভিন্ন রুটে চলাচল করে।
এই অবস্থায় নতুন করে উদ্যোগী হয়েছে প্রশাসন ও মালিক সংগঠন। জানা গিয়েছে, নতুন বাস রুট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীসুবিধার কথা মাথায় রেখে। বারাসাত-ডানকুনি হাউসিং বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার চালু হল ‘বারাসাত থেকে ডানকুনি’ পর্যন্ত নতুন বাস রুট। বেসরকারি উদ্যোগে এই নতুন রুটের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই রুট চালুর ফলে জেলার যাত্রীদের যোগাযোগ আরও মসৃণ হবে। একই সঙ্গে বহুদিন পর নতুন বাস রুট চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহও দেখা দিয়েছে। যাত্রী ও চালক-মালিক উভয়ের পক্ষেই এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
advertisement
এই বাস বারাসত, মধ্যমগ্রাম, সোদপুর, বিটি রোড, দক্ষিণেশ্বর, বালি ব্রিজ হয়ে পৌঁছাবে ডানকুনিতে। শুরুতেই ৭টি বাস এই রুটে চালু হয়েছে বলেই জানা গিয়েছে। সকাল ৬টা থেকে শুরু হয়ে প্রতি এক ঘণ্টা অন্তর বাস চলবে। প্রশাসন ও বাস মালিক সংগঠনের এই যৌথ উদ্যোগে ফের আশার আলো দেখছেন জেলার বাসযাত্রী ও পরিবহনকর্মীরা।
advertisement
রুদ্র নারায়ণ রায় 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জেলার যাত্রীদের যোগাযোগ হবে আরও মসৃণ, বারাসাত থেকে শুরু নতুন বাস রুট
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement