NDRF Mock Drill: তাড়াহুড়ো করে বিপদ বাড়ানো নয়! ভূমিকম্প থেকে অন্যকোন দুর্যোগ, জেনে নিন নিজেকে সুরক্ষিত রাখার উপায়

Last Updated:

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে কীভাবে সুরক্ষিত থাকবেন

+
প্রশিক্ষণ

প্রশিক্ষণ শিবির

বীরভূম: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কীভাবে সুরক্ষিত থাকবেন প্রশিক্ষণ দেওয়া হলও বীরভূমে। এই প্রশিক্ষণ হল এমন এক ব্যবস্থা যা দুর্যোগের সময় মানুষজনকে সুরক্ষিত রাখতে, জীবন বাঁচাতে এবং ক্ষতি কমাতে সাহায্য করে। এটি দুর্যোগের পূর্বে, চলাকালীন এবং পরে বিভিন্ন পর্যায়ে কাজ করে। প্রশিক্ষণ, মহড়া, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতি নিশ্চিত করার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর হয়। আর আমরা অনেক সময় জানি না কোন সময় বিপদে পড়লে কি পদক্ষেপ নেওয়া উচিত। আমরা তাড়াহুড়োর মাধ্যমে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর সেই সমস্যার সমাধানে প্রশিক্ষণ দেওয়া হল বীরভূমের মাড়গ্রামে।
মাড়গ্রামে প্রাকৃতিক বিপর্যয় বা প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করল এনডিআরএফ। সোমবার আনুমানিক দুপুর ১২ টা নাগাদ বীরভূমের রামপুরহাট দুই নম্বর ব্লক কার্যালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন – রামপুরহাট দুই নম্বর ব্লকের বিডিও অর্ঘ্য দত্ত, জেলা, মহকুমা ও ব্লক ডিজিস্টার ম্যানেজমেন্ট আধিকারিক, ইন্সপেক্টর অফ সিভিল ডিফেন্স, মাড়গ্রাম দুই নম্বর পঞ্চায়েত প্রধান, রামপুরহাট দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা মন্ডল, বিভিন্ন স্কুলের ছাত্র, আপাদমিত্র, সিভিল ডিফেন্স, সেলফ হেল্প গ্রুপ সহ আরও অনেকেই।
advertisement
advertisement
মূলত চারটি বিষয়ের উপরে প্রশিক্ষিণ দেওয়া হয়। প্রথমত, কোন দুর্ঘটনা ঘটে গেলে কীভাবে ক্ষত বা আঘাত স্থানে ঔষধ লাগিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। দ্বিতীয়ত, কোথাও আগুন লেগে গেলে কীভাবে নিজে এবং অপরকে উদ্ধার করতে পারবেন। তৃতীয়ত, প্রাকৃতিক বিপর্যয়ে কেউ দুর্ঘটনার কবলে পড়লে কীভাবে তাকে উদ্ধার করা যায়। পাশাপাশি চতুর্থত যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলও মকড্রিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মকড্রিল বা একটি সিভিল ডিফেন্স ড্রিল হল একটি ব্যায়াম যা বেসামরিক নাগরিকদের প্রস্তুত করা এবং তারা আক্রমণ, হামলা বা এমনকি যুদ্ধের মত জরুরী পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে এই সম্পর্কে সরকারী ব্যবস্থাপনা। আর এই মকড্রিল সম্পর্কে সোমবার প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ পেয়ে সবাই সচেতন হতে পারবেন বলে মনে করছেন অনেকেই।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NDRF Mock Drill: তাড়াহুড়ো করে বিপদ বাড়ানো নয়! ভূমিকম্প থেকে অন্যকোন দুর্যোগ, জেনে নিন নিজেকে সুরক্ষিত রাখার উপায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement