Dengue: বীরভূমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি! আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ গুণ! কপালে ভাঁজ পড়ছে বাসিন্দাদের

Last Updated:

বীরভূমে নতুনকরে মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি

মশা
মশা
বীরভূম: নতুন করে মাথাচারা দিয়ে উঠেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত বছরের তুলনায় এ বছরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বেশি রামপুরহাট স্বাস্থ্য জেলায়। যা চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গতবছর জুন মাস পর্যন্ত যেখানে আক্রান্তের সংখ্যা ছিল আনুমানিক ২৫ জনের একটু বেশি, এবছর মে মাস শেষ হতেই তা পৌঁছে গিয়েছে প্রায় ৬৫-তে। সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গিয়েছে রামপুরহাট দুই ব্লকে, যেখানে এখনও পর্যন্ত ২৭ জন আক্রান্ত হয়েছেন।
এরপরেই রয়েছে নলহাটি দুই ব্লক, যেখানে ১৩ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।অর্থাৎ মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি এই দুই ব্লকের বাসিন্দা। স্বাস্থ্য দফতরের তরফে ডেঙ্গি শনাক্ত করতে এ বছর রক্ত পরীক্ষার পাশাপাশি জমা জলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এক বিশেষ পদ্ধতিতে রক্ত পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষের, যা আগের বছরের তুলনায় অনেক বেশি।
advertisement
advertisement
রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দেব জানান, “আমরা ডেঙ্গি মোকাবিলায় অনেক আগে থেকেই পদক্ষেপ নিয়েছি। কিন্তু গ্রাম উন্নয়নের আওতায় তৈরি হওয়া অনেক নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডেঙ্গি বাহক এডিস ইজিপ্টাই মশা মূলত পরিষ্কার জলে জন্মায়। অথচ জেলার বহু এলাকায় জল জমে থাকার ফলে সেই মশা বংশবৃদ্ধি করছে। ডেঙ্গি আক্রান্তদের মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক, যারা বাইরে কাজ করে সম্প্রতি ফিরে এসেছেন। রামপুরহাট স্বাস্থ্য জেলায় দুটি জায়গায় এলায়জা টেস্টের মাধ্যমে ডেঙ্গি টেস্ট হয়, একটি রামপুরহাট মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে, অন্যটি রামপুরহাট পৌরসভার নবারুণ অর্থাৎ আরবান প্রাইমারি হেলথ সেন্টারে। তবে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা বেশি সেই সমস্ত রোগীদের যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাইরে থেকে কাজ করে দেশে ফিরছেন।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue: বীরভূমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি! আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ গুণ! কপালে ভাঁজ পড়ছে বাসিন্দাদের
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement