আমফান আসার আগেই শুরু প্রবল তাণ্ডব, নামখানায় ভাঙল বাঁধ, জল ঢুকছে হু হু করে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ঝড় এবং বৃষ্টির জোড়া ফলায় নামখানর বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে । ভেঙে গিয়েছে হরিপুর এলাকার নদীর বাঁধ ।
#নামখানা: পূর্বাভাস মতোই বুধবার সকাল থেকে শুরু হয়ে গেল তাণ্ডব । ভয়াবহ গতি নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়তে চলেছে স্থলভাগে । ভারতীয় হাওয়া অফিসের পূর্বাভাস, বিকেল ৪টেয় স্থালভাগে আছড়ে পড়বে আমফান৷
মঙ্গলবার মধ্যরাত থেকেই তাই ধীরে ধীরে বাড়ছে হাওয়ার দাপট । বুধবার সকাল থেকেই গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়ে গিয়েছে ব্যাপক ঝড়বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিকেল থেকে সন্ধের মধ্যে ভয়ঙ্কর আকার নেবে আমফান । সে সময়ই উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় । কলকাতাতেও ১২০-১৩০ কিমি বেগে বইতে পারে ঝড় । উপকূলে এর গতি থাকবে ১৫০ কিমির উপরে ।
advertisement
বুধবার সকাল থেকেই দিঘা, বকখালি, ফ্রেজারগঞ্জ, ঝড়খালি, নামখানায় প্রবল বৃষ্টি শুরু হয় । ঝড় এবং বৃষ্টির জোড়া ফলায় নামখানার বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে । ভেঙে গিয়েছে হরিপুর এলাকার নদীর বাঁধ । প্রায় ২০০ মিটার এলাকা নদীবাঁধ ভেঙে যাওয়ায় জল ঢুকতে শুরু করল নামখানায় ।
advertisement
অন্যদিকে ঝড়ে নদীবাঁধে ধস নেমেছে মাতলা নদীতেও। দেবীপুরে নদীবাঁধে ধস নামায় আশঙ্কার প্রহর গুণছেন বাসিন্দারা । পাশাপাশি হলদিয়ায় টানা বৃষ্টিতে হলদি নদীতে বাড়ছে জল । সরানো হচ্ছে নদী-এলাকার বাসিন্দাদের । নয়াচর থেকে সরানো হয়েছে অনেককে ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2020 1:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমফান আসার আগেই শুরু প্রবল তাণ্ডব, নামখানায় ভাঙল বাঁধ, জল ঢুকছে হু হু করে