কেলেঙ্কারি! ভোটার তালিকায় জ্বলজ্বল করছে ২ স্ত্রীর নাম! কী হবে এখন? মাথায় আকাশ ভেঙে পড়ল সাহাবাবুর!
- Reported by:Rudra Narayan Roy
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Voter List: ভোটার তালিকার দৌলতে এমন আজব স্ত্রী কেলেঙ্কারি যেন এখন মাথাব্যথা কার্তিক সাহা, জানেন কী কাণ্ড!
উত্তর ২৪ পরগনা: ভোটার তালিকার দৌলতে এমন আজব স্ত্রীকে নিয়েই যেন এখন মাথাব্যথা বিলকান্দার কার্তিক সাহার। স্ত্রী থাকতেও, অপর আর এক স্ত্রীকে নিয়েই এখন চর্চায় উঠে এসেছে তার নাম। যদিও সেই স্ত্রীকে তিনি কখনই চোখে দেখেননি। কিন্তু বছর কুড়ি ধরে সেই স্ত্রীর সঙ্গেই চলছে অদৃশ্য লড়াই। তা হল ভোটার কার্ড থেকে নাম বাদ দেওয়ার। সেই লড়াইয়ে বাস্তবের স্বামী-স্ত্রী দুজনে মিলেই, ভুতুড়ে সতীনের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনকে বারংবার জানালেও এখনও যেন ঘাড়ে চেপে রয়েছে সেই সমস্যা।
advertisement
advertisement
ভোটার তালিকায় জ্বলজ্বল করছে কার্তিক সাহার দুই স্ত্রীর নাম। তালিকায় একজনের নাম যমুনা সাহা, অপরজন, সুমনা সাহা। যমুনার অস্তিত্ব মিললেও, সুমনা রয়েছেন শুধু কাগজে-কলমে। ভোটার তালিকা ঘিরে এমন আজব কাণ্ডে তাই এখন দম্পতিদের “কে আসল, কে নকল” তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর যোগেন্দ্রনগর গ্রামে ভোটার তালিকায় ধরা পড়েছে এমন কাণ্ড। যেখানে ২৩১ নম্বর বুথে ভোটার তালিকায় দেখা যাচ্ছে, কার্তিক সাহার নাকি দুই স্ত্রী। কিন্তু বাস্তবে কার্তিক সাহার দাবি, তাঁর একটাই স্ত্রী, ভুল করে নাম উঠেছে অপর স্ত্রী সুমনার।
advertisement
বিষয়টি নিয়ে স্বামী কার্তিকবাবুর পাশাপাশি স্ত্রী যমুনা সাহাও আবেদন জানিয়েছেন সংশোধন করার। প্রায় ২০ বছর ধরে ভোটার লিস্টে থাকা ভুয়ো সতীনের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনকে জানালেও কাজ হয়নি। বিষয়টি নিয়ে এখন শুরু হয়েছে শাসক-বিরোধী জোর রাজনৈতিক বিতর্ক। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে এখন দেখার পরবর্তীতে ভুয়ো সতীনকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে সক্ষম হন কিনা এই সাহা দম্পতি।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2025 7:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেলেঙ্কারি! ভোটার তালিকায় জ্বলজ্বল করছে ২ স্ত্রীর নাম! কী হবে এখন? মাথায় আকাশ ভেঙে পড়ল সাহাবাবুর!










