Naihati Baroma: মঙ্গলবার নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দেবেন মমতা, রাতারাতি বদলে গেল 'এই' নিয়ম!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Naihati Baroma: নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই নৈহাটিতে হাজির হয়েছেন জেলা ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।
উত্তর ২৪ পরগনা: নৈহাটির বড় মা কালীর মন্দিরে পুজো দিতে মঙ্গলবার জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই নৈহাটিতে হাজির হয়েছেন জেলা ও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা।
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন বড়মার মন্দির ও অরবিন্দ রোড এলাকায় কী ভাবে পুলিশ মোতায়েন করা হবে তাও এদিন খতিয়ে দেখেন জেলা প্রশাসনের কর্তারা। নৈহাটির বড়মা পুজো সমিতির ট্রাষ্ট্রের সঙ্গেও নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ কর্তারা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য পদস্থ আধিকারিকরাও এদিন হাজির হয়েছিলেন নৈহাটির বড়মার মন্দির এলাকায়।
advertisement
বড়মা কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছা তাই মঙ্গলবার বড়মার দর্শনে আসছেন মমতা। তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য বৈঠক ও নিরাপত্তা বিষয়গুলি খতিয়ে দেখা হল। তবে মঙ্গলবার দুটোর থেকে চারটের মধ্যে মুখ্যমন্ত্রী আসার সময়টি নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের জন্য সাধারণ ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে বড়মার মন্দিরে।
advertisement
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 6:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Naihati Baroma: মঙ্গলবার নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দেবেন মমতা, রাতারাতি বদলে গেল 'এই' নিয়ম!