Nadia Accident: বাড়ির সামনে খোলা উঠোনে পড়ে থাকল খেলার আসর, পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট ২ বছরের শিশু
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia Accident: পরিবারের দাবি, দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং দোষীর কঠোর শাস্তি হোক। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে
মৈনাক দেবনাথ, হাঁসখালি: নদিয়ার হাঁসখালিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দু’ বছরের এক শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে গাজনা গ্রাম পঞ্চায়েতের গাঁড়াপোতা এলাকায়। জানা গেছে শুক্রবার বিকেলে বাড়ির সামনে খেলা করছিল দুই শিশু, যাদের বয়স একজনের ছয় এবং আর এক জনের দুই বছর দুই মাস,সেই সময় আচমকা একটি পণ্যবাহী ছোট চার চাকা গাড়ি পিছন থেকে দু’বছরের শিশুটিকে সজোরে ধাক্কা দেয়।স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটির নাম ঊর্মি বিশ্বাস জানা গেছে পরিবার সূত্রে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং দোষীর কঠোর শাস্তি হোক। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে পথদুর্ঘটনা। কখনও চালকের বেপরোয়া গাড়ি চালানো কখনও অসতর্কভাবে রাস্তায় চলাচল সাধারণ মানুষের। ট্রাফিক আইন বেশিরভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না। পুলিশ প্রশাসনের সেফ ড্রাইভ সেভ লাইফ বারবার করে প্রচার করা সত্ত্বেও অধিকাংশ মানুষেরই নেই কোনও ভ্রুক্ষেপ। যে কারণে নিত্যদিন বেড়েই চলেছে দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন : ৬ খাবারের দাপটে গলগলিয়ে সাফ লিভারের দূষিত, পচা আবর্জনা! সুপারফিট থাকতে মুখে ফেলুন এই সস্তা ফল-সবজি
আগে একাধিক দুর্ঘটনা তুলনামূলকভাবে জাতীয় সড়কে দেখা গেলেও এখন সেই সমস্ত দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে রাজ্য সড়ক এমনকি ঘরের সামনে রাস্তাতেও। আর যেই কারণে বাড়ির বাইরে স্বাভাবিকভাবেই একটি দু বছরের শিশু বিকেলবেলা যখন খেলছিল, তখন ভুলেও কেউ আন্দাজ করতে পারেনি কিছুক্ষণের মধ্যেই এটিই তার জীবনের শেষ প্রাণচঞ্চল মুহূর্ত হয়ে দাঁড়াবে!
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 3:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Accident: বাড়ির সামনে খোলা উঠোনে পড়ে থাকল খেলার আসর, পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট ২ বছরের শিশু










