Police: মাংস-ভাত, বিস্কুট, আরও কত কী...! সারমেয়দের জন্য রোজ রোজ মহাভোজ, আয়োজনে এই পুলিশ অফিসার, পুরো গল্প জানলে স্যালুট জানাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Police: কথায় বলে জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর! তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল শান্তিপুর থানায়।
শান্তিপুর: কথায় বলে জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর! তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল শান্তিপুর থানায়। সাব ইন্সপেক্টর বিপ্লব ব্যানার্জি আজ হয়ে উঠেছে পথকুকুরদের বন্ধু। কর্মব্যস্ততার মাঝেও প্রতিদিন শান্তিপুর থানায় একাধিক সারমেয়দের দিনে তিন থেকে চারবার খাবার খাওয়ান তিনি।
ডিউটির চাপের মধ্যেও এক ব্যতিক্রমী নজির নদিয়ার শান্তিপুর থানার এক সাব-ইন্সপেক্টরের। নিজের কর্তব্য পালনের ফাঁকে তিনি নিয়মিত তিন বেলা করে খাওয়াচ্ছেন একাধিক পথকুকুরকে। শুধুই ডিউটি নয়, তাঁর এই মানবিক দায়িত্ববোধ ও পশুপ্রেম নজর কেড়েছে সাধারণ মানুষের। জানা যায়, এই সাব-ইন্সপেক্টর রোজ সকালে, দুপুরে ও রাতে নিজের হাতে খাবার এনে খাওয়ান ছয়-সাতটি কুকুরকে। খাবার হিসেবে তিনি দিচ্ছেন ভাত, মাংস, কখনও বিস্কুট বা দুধ। শুধু খাওয়ানো নয়, তিনি খেয়াল রাখছেন যেন কোন কুকুর অসুস্থ না হয় কিংবা গরমে কষ্ট না পায়—তাদের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত জলও।
advertisement
advertisement
এই কাজে সাহায্য করছেন তাঁর কিছু সহকর্মীও। স্থানীয় বাসিন্দারা বলছেন, “পুলিশ মানেই শুধু নিরাপত্তা নয়, মানবিক মুখও রয়েছে। এই সাব-ইন্সপেক্টর তার উদাহরণ।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এমন একটি নিঃশব্দ, স্নেহময় উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিচ্ছে। শুধু আইনরক্ষা নয়, মানবিকতার উদাহরণ হয়ে উঠছেন এই কর্তব্যরত পুলিশ আধিকারিক। এই অভ্যাস শুরু শান্তিপুর থানায় কর্তব্যরত হয়ে এসে শুরু হয়েছে এমন নয়, এর আগেও তিনি তিনটি থানার সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করেছেন সব জায়গায় থানা এলাকার কুকুর এবং সেই এলাকার বিভিন্ন জায়গায় কুকুরদের নিয়মিত খাওয়ানোর কথাও জানা গেছে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 1:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police: মাংস-ভাত, বিস্কুট, আরও কত কী...! সারমেয়দের জন্য রোজ রোজ মহাভোজ, আয়োজনে এই পুলিশ অফিসার, পুরো গল্প জানলে স্যালুট জানাবেন