Ulto Rath Yatra 2025: ২ সেমির জবা কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা...! ৩ ইঞ্চির মন্দির, উল্টোরথে খুদের কেরামতি দেখতে ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশীরা

Last Updated:

Ulto Rath Yatra 2025: দুই সেন্টিমিটারের বিগ্রহ এবং সিংহাসন সমেত তিন ইঞ্চির একটি ছোটখাটো মন্দির তৈরি করে ফেলেছে ছোট্ট উপাসনা

+
উপাসনা

উপাসনা কর্মকার

নদিয়া: আজ উল্টো রথ, আর সেই উপলক্ষে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর সব থেকে ছোট দুই সেন্টিমিটার মাপের মূর্তি বানাল শান্তিপুরের উপাসনা কর্মকার। শান্তিপুর সূত্রাগড় এলাকার চুনুড়িপাড়া স্ট্রিট এলাকার বাসিন্দা উপাসনা। গার্লস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পেশাগত শিল্পী না হয়েও নিজের ইচ্ছেতেই এবার বানিয়ে ফেলেছে দুই সেন্টিমিটারের সবথেকে ছোট প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি। মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়েছে জবা গাছের কাঠ। আর সিংহাসন তৈরি করতে ব্যবহার করা হয়েছে ছোট ছোট প্লাইউড।
advertisement
advertisement
নদিয়ার ওই খুদে দুই সেন্টিমিটারের বিগ্রহ এবং সিংহাসন সমেত তিন ইঞ্চির একটি ছোটখাটো মন্দির তৈরি করে ফেলেছে ছোট্ট উপাসনা। সে জানায় কারো কাছে কোন রকম সাহায্য ছাড়াই নিজের ইচ্ছেতে হঠাৎ মনে হয়েছে প্রভু জগন্নাথ দেবকে তৈরি করতে তারপরেই দু’তিন দিন ধরে পরিশ্রম করে নিজের ছোট্ট হাতে জবা গাছের কাঠ দিয়ে এবং ফেব্রিক রং ব্যবহার করে এত ক্ষুদ্র জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি সে তৈরি করেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে উপাসনা জানায়, ছোটবেলা থেকে বাবা-জ্যাঠাদের পাড়ার জগধাত্রী পুজোতে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে দেখে তার মনে স্বাদ জাগে সেও কিছু করবে আর তারপরেই এই কর্মকাণ্ড ঘটিয়ে ফেলেছে সে। তবে কারো কাছে ড্রয়িং না শিখে একেবারে নিজের মত করে বিভিন্ন রকমের ছবিও আঁকে উপাসনা। তবে তার এই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেখতে এখন মানুষ আসছে তার বাড়িতে। তার এই কারুকার্যে খুশি এবং গর্বিত তার বাবা মাও।
advertisement
Mainak Debnath 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ulto Rath Yatra 2025: ২ সেমির জবা কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা...! ৩ ইঞ্চির মন্দির, উল্টোরথে খুদের কেরামতি দেখতে ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশীরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement