Nadia News: 'অন্ধের কিবা দিন কিবা রাত'! ঠিক একই হাল এই এলাকার পথবাতির, রাতের মত দিনেও দেয় লাগাতার আলো
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: বহু জায়গায় এখনও বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট রয়েছে। আর অনেক সময় দেখা যায় দিনের বেলাতেও লাগাতার সেই আলো জ্বলে থাকতে
গয়েশপুর: গ্রামেগঞ্জে বহু জায়গায় এখনও ঠিকঠাক রাস্তাঘাট আলো ইত্যাদির অভাব রয়েছে। সূর্য ডুবলেই বহু জায়গায় নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। চলে একাধিক অসামাজিক কার্যকলাপ সেই অন্ধকারের মধ্যে। আর সেই কারণেই শহর মফস্বল কিংবা গ্রামেগঞ্জেও এখন রাস্তায় ল্যাম্পপোস্ট অর্থাৎ আলোর ব্যবস্থা করা হয়েছে। বহু গ্রামেগঞ্জে সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট দেখা যায়। যেগুলি দিনের বেলায় অটোমেটিক আলো বন্ধ হয়ে সূর্যের আলো থেকে বিদ্যুৎ সংগ্রহ করে রাত্রেবেলা অটোমেটিক আলো জ্বলে ওঠে। তবে বহু জায়গায় এখনও বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট রয়েছে। আর অনেক সময় দেখা যায় দিনের বেলাতেও লাগাতার সেই আলো জ্বলে থাকতে। এই সমস্ত আলোর বিদ্যুতের খরচ হয়ত যায় স্থানীয় এলাকাবাসীর থেকেই।
নদিয়ার গয়েশপুরে বেশ কিছু এলাকায় ল্যাম্প পোস্টে দিনের বেলায় জ্বলে রয়েছে আলো, নজর নেই প্রশাসনের। কল্যানী এলাকার গয়েশপুর পৌর এলাকায় উন্নত রাস্তা ঘাট ঝাঁ চকচকে আলো, কিন্তু বেশ কিছু এলাকায় দিনের বেলায় রাস্তার ল্যাম্প পোস্টে জ্বলে রয়েছে আলো। দিনের পর দিন এভাবেই বিদ্যুৎ অপচয় হচ্ছে, যার বোঝা বহন করছে আমজনতা, এমনটাই অভিযোগ তুলেছেন গয়েশপুর পৌর এলাকার বেশ কিছু সচেতন নাগরিকরা।
advertisement
আরও পড়ুন: এক ব্লকেই ১ হাজার কিমি প্লাস্টিক রাস্তা…! প্লাস্টিক নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের এই জেলা প্রশাসনের
advertisement
যদিও এই বিষয়ে গয়েশপুর পৌরসভায় যোগাযোগ করলে বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত পৌর জন প্রতিনিধি মোহন রাম বলেন, “দিনের বেলায় আলো জ্বলে রয়েছে ঠিক, আমরা এই বিষয়ে বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলেছি তবে কয়েক দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত গয়েশপুর পৌর এলাকায় একটা সময় রাতে অনেক জায়গায় অন্ধকার হয়ে থাকতে দেখা যেত কিন্তু বর্তমানে গয়েশপুর পৌর অঞ্চল জুড়ে ঝাঁ চকচকে আলোর ব্যবস্থা করেছে পৌর প্রশাসন। এখনও অনেক কাজ চলছে।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 3:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: 'অন্ধের কিবা দিন কিবা রাত'! ঠিক একই হাল এই এলাকার পথবাতির, রাতের মত দিনেও দেয় লাগাতার আলো