Nadia News: নদিয়ার এই গ্রামে ছেলে-মেয়েদের বিয়ে হয় না! কারণ জানলে শিউরে উঠবেন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Nadia News: কী আছে নদিয়ার এই গ্রামে? কেন এখানে মানুষ যেতে চায় না? আসল কারণ চমকে দেবে
নদিয়া: শান্তিপুর ব্লকের বেলগড়িয়া এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের রাস্তার বেহাল দশা।ভোট আসে ভোট যায় মেলে না সুরাহা, প্রাণ হাতেই চলছে যাতায়াত, শুরু রাজনৈতিক তরজা। শান্তিপুর ব্লকের বেলগড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামের রাস্তার বেহাল দশা। ইতিমধ্যেই বেশ কয়েকটি নির্বাচনের বৈতরণী পার করেও কোনও রাস্তার নতুন করে সংস্করণ হয়নি।
ফলে এলাকার মানুষ ভাঙা কঙ্কাল সার রাস্তা দিয়েই প্রতিনিয়ত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষত সবথেকে সমস্যায় পড়ছেন তারা বর্ষাকালে। বর্ষাকালে ভাঙা রাস্তায় গর্তে জল জমে বোঝার দায় নেই কোনটি বড় গর্ত কোনটি ছোট। হলে অনেক সময় পথ চলতি মানুষ থেকে শুরু করে ছোট মাঝারি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে।
advertisement
advertisement
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনও নজরদারি নেই। যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। গ্ৰামে পাকা পিছের রাস্তা হয়নি বলে গ্রামের ছেলেমেয়েদের বিবাহ হচ্ছে না এমনই দাবি করছেন। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে সমস্যাই পড়তে হয় রাস্তার কারণে। অনেক সময় ভাঙা রাস্তার কারণে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাস্তাতেই রোগীর মৃত্যু ঘটে বলে অভিযোগ।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2025 7:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: নদিয়ার এই গ্রামে ছেলে-মেয়েদের বিয়ে হয় না! কারণ জানলে শিউরে উঠবেন








