Nadia News: 'অ্যাডভেঞ্চার'-এর টানে 'নিখোঁজ' ৩ স্কুলছাত্র, পুলিশের তৎপরতায় দিঘা থেকে উদ্ধার পড়ুয়ারা

Last Updated:

অ্যাডভেঞ্চারের টানে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়েছিল তিন ছাত্র, অবশেষে পুলিশের হাত ধরে শেষ হল অ্যাডভেঞ্চার

তিন স্কুল ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে থানায়
তিন স্কুল ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে থানায়
চাপড়া, নদিয়া, মৈনাক দেবনাথ: অ্যাডভেঞ্চারের টানে বিপত্তি, নিখোঁজ ছিল ৩ স্কুলছাত্র, অবশেষে  পুলিশের তৎপরতায় দিঘা থেকে উদ্ধার পড়ুয়ারা। চাপড়া থানার পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার হল তিন নিখোঁজ ছাত্র।
জানা যায়, অ্যাডভেঞ্চারের টানে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়েছিল তিন ছাত্র। অবশেষে পুলিশের হাত ধরে শেষ হল অ্যাডভেঞ্চার।  স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়েছিল চাপড়ার ছোট আন্দুলিয়ার পঞ্চম ও সপ্তম শ্রেণির দুই ছাত্র ও চাপড়ার বৃত্তিহুদার সপ্তম শ্রেণির এক ছাত্র। স্কুল ছুটির সময় পেড়িয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। বিকেল গড়িয়ে গেলে সন্তানদের খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ে অভিভাবকদের। স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন, স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বেরলেও স্কুলে যায়নি তারা।
advertisement
এর পরেই চাপড়া থানায় বিষয়টি জানাতেই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন চাপড়া থানার আইসি পার্থপ্রতিম রায়। ছাত্রদের খোঁজে শুরু হয় তল্লাশি। রাতেই পুলিশ জানতে পারে, দিঘা সমুদ্রসৈকতে স্কুলড্রেস পরা তিন কিশোরকে দেখা গিয়েছে। এর পরই দিঘা পৌঁছায় চাপড়া থানার পুলিশের একটি দল। দিঘা থানার পুলিশ ও চাপড়া থানার পুলিশের যৌথ উদ্যোগে তিন ছাত্রকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে চাপড়ায় ফিরিয়ে নিয়ে আসা হয়, পরবর্তীকালে তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
advertisement
advertisement
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সমুদ্র দেখার শখ ছিল ওই তিন ছাত্রের। সেই টানেই হাত খরচের টাকা জমিয়ে চুপিচুপি দিঘা পাড়ি দিয়েছিল তারা। পুলিশ দ্রুত তাদের উদ্ধার করায় স্বস্তি ফিরেছে পরিবারে। পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: 'অ্যাডভেঞ্চার'-এর টানে 'নিখোঁজ' ৩ স্কুলছাত্র, পুলিশের তৎপরতায় দিঘা থেকে উদ্ধার পড়ুয়ারা
Next Article
advertisement
North Dinajpur: বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে রাজমিস্ত্রির কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, সিকিমে কাজে গিয়ে ইসলামপুরের যুবকের মর্মান্তিক পরিণতি!
  • সিকিমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক মহম্মদ রাজু (২৮)-র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু সংবাদ পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে স্তব্ধতা।

VIEW MORE
advertisement
advertisement