Nadia Blast: মিনিটে পুড়ে ছাই গোটা বাজি কারখানা! কীভাবে হল বিস্ফোরণ? গ্রেফতার মালিক, আসছে ফরেনসিক দল
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
গতকালের আতঙ্কের ছাপ এখনও রয়েছে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে। কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাজি কারখানার মালিক সাধন বিশ্বাস ওরফে খোকন।
কল্যাণী: ফুটেছে ভোরের আলো। তবে এখনও আতঙ্কের রেশ কাটেনি কল্যাণীর রথতলা বাজির কারখানা সংলগ্ন ওই এলাকা থেকে। বিস্ফোরণের প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা পরেও এলাকা এখনও উত্তপ্ত। গতকালের আতঙ্কের ছাপ রয়েছে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে।
কল্যাণী বাজি কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাজি কারখানার মালিক সাধন বিশ্বাস ওরফে খোকন। শনিবার ঘটনাস্থলে আসবে ফরেনসিক প্রতিনিধি দল এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
আরও পড়ুন: রাতে বাচ্চার জন্ম দিল মহিষ, সকালে দেখেই থ গোটা গ্রাম! এ কীভাবে সম্ভব? সবার মুখে কেন এই একটাই প্রশ্ন?
advertisement
advertisement
শুক্রবার দুপুরে নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত রথতলা এলাকায় একটি বাজি কারখানায় হঠাৎ বিকট আওয়াজ করে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর পুরো কারখানায় আগুন লেগে যায়। আগুনের গতিবেগ এতটাই ছিল কয়েক মিনিটের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ এবং দমকল কর্মীরা।
advertisement
দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। কিন্তু যে কারখানায় আগুন লেগেছে তার লাগোয়া রাস্তা এতটাই সরু ছিল দমকলের কোনও ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে দমকল কর্মীরা বালতিতে করে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা বেগ পেতে হয় তাদের। আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে।আশঙ্কা জনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে গেলে সেও মারা যায়।
advertisement
এরপরেই প্রশ্ন উঠেছে কীভাবে অসতর্কভাবে ওই কারখানাগুলি চলত। বাজি কারখানায় বিস্ফোরণের পর কল্যাণী থানার পুলিশের তরফে রাত জুড়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে পুলিশ একাধিক বাজি ও বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার করে। যদিও জানা যায় শনিবার ঘটনাস্থলে ফরেনসিক প্রতিনিধি দল আসার কথা রয়েছে। মূলত কী কারণে আগুন লাগল আগুনের গতিবেগ কতটা ছিল সেই তদন্ত করবে তারা।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2025 1:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Blast: মিনিটে পুড়ে ছাই গোটা বাজি কারখানা! কীভাবে হল বিস্ফোরণ? গ্রেফতার মালিক, আসছে ফরেনসিক দল