Nadia News: মর্মান্তিক ঘটনা শান্তিপুরে, ভাত খেতে গিয়েই সব শেষ! গলায় খাবার আটকে মৃত্যু হল ব্যক্তির
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে নিজের বাড়িতে একা বসে ভাত খাচ্ছিলেন অনিলবাবু। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করেন, ভাতের থালার ওপরেই মুখ থুবড়ে পড়ে রয়েছেন তিনি
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ভাত খাওয়ার সময় গলায় খাবার আটকে মৃত্যু, শান্তিপুরে মর্মান্তিক ঘটনা। নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকায় সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বাড়িতে ভাত খাওয়ার সময় গলায় খাবার আটকে মৃত্যু হল ৫৭ বছরের এক ব্যক্তির। বাঙালির সঙ্গে ভাতের সম্পর্ক চিরকালের, বিশেষ করে শীতকালে দুপুর বেলা গরম ভাত খেয়ে একটু ভাত ঘুম দেওয়ার অভ্যেস রয়েছে অনেকেরই। তবে এই ভাত খাওয়াই যে কাল হয়ে দাঁড়াবে তা বুঝতে পারেনি অনিলবাবু।
আরও পড়ুনঃ ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ মমতার, গান গাইলেন ইমন! ছাব্বিশের আগে বই আকারে ১৫ বছরের উন্নয়ন খতিয়ান
মঙ্গলবার সকালে ভাত খেতে গিয়ে খাবার গলায় আটকে মৃত্যু হল অনিল বাবুর। স্থানীয় আত্মীয়ের থেকে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে নিজের বাড়িতে একা বসে ভাত খাচ্ছিলেন অনিলবাবু। কিছুক্ষণ পর তাঁরা লক্ষ্য করেন, ভাতের থালার ওপরেই মুখ থুবড়ে পড়ে রয়েছেন তিনি এবং কোনও ভাবেই কথা বলতে পারছেন না। তড়িঘড়ি এলাকার মানুষ ও আত্মীয়-স্বজন মিলে তাঁকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর কিছু পরেই তিনি মারা যান।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, অনিল দাস বাড়িতে একাই থাকতেন। তাঁর স্ত্রী কলকাতায় কাজ করেন এবং দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার থেকে গোটা এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়।
advertisement
প্রাথমিক অনুমান, খাবার গলায় আটকে শ্বাসরোধের ফলেই এই মর্মান্তিক মৃত্যু। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। আকস্মিক এই মৃত্যুতে বাগদিয়া এলাকায় নেমে এসেছে গভীর শোক ও নীরবতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 6:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মর্মান্তিক ঘটনা শান্তিপুরে, ভাত খেতে গিয়েই সব শেষ! গলায় খাবার আটকে মৃত্যু হল ব্যক্তির

