Nadia News: মর্মান্তিক ঘটনা শান্তিপুরে, ভাত খেতে গিয়েই সব শেষ! গলায় খাবার আটকে মৃত্যু হল ব্যক্তির

Last Updated:

প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে নিজের বাড়িতে একা বসে ভাত খাচ্ছিলেন অনিলবাবু। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করেন, ভাতের থালার ওপরেই মুখ থুবড়ে পড়ে রয়েছেন তিনি 

ভাত খেতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির
ভাত খেতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ভাত খাওয়ার সময় গলায় খাবার আটকে মৃত্যু, শান্তিপুরে মর্মান্তিক ঘটনা। নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকায় সাতসকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বাড়িতে ভাত খাওয়ার সময় গলায় খাবার আটকে মৃত্যু হল ৫৭ বছরের এক ব্যক্তির। বাঙালির সঙ্গে ভাতের সম্পর্ক চিরকালের, বিশেষ করে শীতকালে দুপুর বেলা গরম ভাত খেয়ে একটু ভাত ঘুম দেওয়ার অভ্যেস রয়েছে অনেকেরই। তবে এই ভাত খাওয়াই যে কাল হয়ে দাঁড়াবে তা বুঝতে পারেনি অনিলবাবু।
আরও পড়ুনঃ ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ মমতার, গান গাইলেন ইমন! ছাব্বিশের আগে বই আকারে ১৫ বছরের উন্নয়ন খতিয়ান
মঙ্গলবার সকালে ভাত খেতে গিয়ে খাবার গলায় আটকে মৃত্যু হল অনিল বাবুর। স্থানীয় আত্মীয়ের থেকে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে নিজের বাড়িতে একা বসে ভাত খাচ্ছিলেন অনিলবাবু। কিছুক্ষণ পর তাঁরা লক্ষ্য করেন, ভাতের থালার ওপরেই মুখ থুবড়ে পড়ে রয়েছেন তিনি এবং কোনও ভাবেই কথা বলতে পারছেন না। তড়িঘড়ি এলাকার মানুষ ও আত্মীয়-স্বজন মিলে তাঁকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর কিছু পরেই তিনি মারা যান।
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, অনিল দাস বাড়িতে একাই থাকতেন। তাঁর স্ত্রী কলকাতায় কাজ করেন এবং দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার থেকে গোটা এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়।
advertisement
প্রাথমিক অনুমান, খাবার গলায় আটকে শ্বাসরোধের ফলেই এই মর্মান্তিক মৃত্যু। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। আকস্মিক এই মৃত্যুতে বাগদিয়া এলাকায় নেমে এসেছে গভীর শোক ও নীরবতা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মর্মান্তিক ঘটনা শান্তিপুরে, ভাত খেতে গিয়েই সব শেষ! গলায় খাবার আটকে মৃত্যু হল ব্যক্তির
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement