Mamata Banerjee: 'উন্নয়নের পাঁচালি' প্রকাশ মমতার, গান গাইলেন ইমন! ছাব্বিশের আগে বই আকারে ১৫ বছরের উন্নয়ন খতিয়ান
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: মঙ্গলবার দুপুরে নবান্নে বৈঠক করলেন মমতা৷ ২০২৬ সালের ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে৷ এসআইআর-এর আবহেই এবার বাংলায় উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতাঃ মঙ্গলবার দুপুরে নবান্নে বৈঠক করলেন মমতা৷ ২০২৬ সালের ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে৷ এসআইআর-এর আবহেই এবার বাংলায় উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুনঃ দিঘা মোহনায় ধরা পড়ল ২১০ কেজির দৈত্যাকার মাছ! দেখতে ভিড় পর্যটক-মৎস্যজীবীদের
উন্নয়নের পাঁচালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচালির গান গাইলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। কথা-সুরে তুলে ধরা হচ্ছে সরকারের গত ১৫ বছরের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলি। গান শেষে ইমনকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। দাঁড়িয়ে করতালি দিয়ে শুভেচ্ছা জানালেন মমতা।
advertisement
advertisement
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ছ’টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করছি। আজ আনুষ্ঠানিক ভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম। এর জন্যে একটা বিশেষ গান অবধি তৈরি করেছি। আগে মা-বোনেরা পাঁচালি গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। বাংলার মনীষীদের ছোঁয়া তাতে থাকছে। ইমন এই গান করেছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 5:59 PM IST

